ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে হতাশা বাড়ছে

প্রকাশিত: ০৩:২৩, ২৭ অক্টোবর ২০১৭

শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে হতাশা বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ অক্টোবর ॥ ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুুই দশক পর ও চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছে। শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সুর্নিদিষ্ট রোড ম্যাপ না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গামাটির একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে উত্তরণের পথ শীর্ষক’ এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ইউএনডিপি এ সেমিনারে সহায়তা করে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান , অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী সমাজসেবক মনিরুজ্জমান মহসীন, সাংবাদিক আনোয়ার আল হক ও জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় নানা জটিলতা দেখা দিয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানায়।
×