ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিমেন্ট খাতের এক কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৪:৫৮, ৪ অক্টোবর ২০১৭

সিমেন্ট খাতের এক কোম্পানির দর কমেছে

মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে সিমেন্ট খাতের একটি মাত্র কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিটি হলো হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এ দিন কোম্পানিটির শেয়ার দর ৪২৫.৮০ টাকা থেকে কমে ৪২৫ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৮০ টাকা বা ০.১৯ শতাংশ। এদিন হাইডেলবার্গ সিমেন্টের ২ লাখ ৪৭ হাজার ৫০৯টি শেয়ার হাত বদল হয়েছে। যার বাজারমূল্য ৯২ লাখ ২০ হাজার টাকা। এদিন সিমেন্ট খাতের অন্য ৬ কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর বেড়েছে কনফিডেন্স সিমেন্টের। এ কোম্পানির শেয়ার দর বাড়ে ৮.১০ টাকা। এছাড়া মেঘনা সিমেন্টের ২.৯০ টাকা, লাফার্জ সুরমার ২.২০ টাকা, এমআই সিমেন্টের ১.৯০ টাকা, আরামিট সিমেন্টের ১ টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের ০.৮০ টাকা বেড়েছে। অর্থনৈতিক রিপোর্টার
×