ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কোটি পেরিয়ে ধ্রুবর গান

প্রকাশিত: ০৪:০৬, ৩ অক্টোবর ২০১৭

কোটি পেরিয়ে ধ্রুবর গান

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে সঙ্গীতশিল্পীদের গাওয়া গান শ্রোতা দর্শকের কাছে জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে ইউটিউবে ভিউয়ার্সও যেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটি একটি গানের বিশেষ একটি দিক হিসেবে বিবেচনা করেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। ধ্রুব মনে করেন একটি গান শ্রোতাদের মনকে পুলকিত করতে পারলে, শ্রোতাকে আনন্দিত করতে পারলেই গায়ক বা গায়িকার সফলতা সেখানেই। সেই বিবেচনায় ধ্রুব গুহর গাওয়া ‘শুধু তোমার জন্য’ গানটি শুরু থেকেই বেশ শ্রোতাপ্রিয়তা পেয়ে আসছে। দিন যত যাচ্ছে গানটির শ্রোতাপ্রিয়তাও যেন বেড়েই চলেছে। শুধু তাই নয় ইউটিউবেও এর ভিউয়ার্স বেড়েই চলেছে। এরই মধ্যে গানটি ইউটিউবে কোটির ঘর পার করেছে। অর্থাৎ ধ্রুব গুহর গাওয়া এই গানটি ইউটিউবে কোটি দর্শক উপভোগ করেছেন। প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছিলেন তরিক আল ইসলাম। এতে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন নবাগত নায়ক সিয়াম ও মডেল শেহতাজ। গানটি শুরু থেকেই শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নিজের গানের এমন ব্যাপক সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত ধ্রুব গুহ। ধ্রুব বলেন, আমার সন্তুষ্টি বা আত্মতৃপ্তির জায়গা এখানেই যে আমার গাওয়া গান কোটি কোটি বাঙালী দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। এটা যে কত বড় প্রাপ্তি, কী যে ভাললাগা তা ভাষায় প্রকাশের মতো নয়। আমি সঙ্গীতশিল্পী হিসেবে অতি সাধারণ, কিন্তু আমার মতো সাধারণের ক্ষেত্রে এত বড় পাপ্তি ঘটবে, ভাবলেই বিস্মিত হই। সবার ভালবাসায় আমি পরিপূর্ণ। গানটি প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম বলেন, আমার বাবা মার গানটি ভীষণ প্রিয়। আমার জীবনের প্রথম মিউজিক ভিডিও। ধ্রুব দা অসাধারণ গেয়েছেন এবং যারা এটি নির্মাণ করেছেন তারা খুবই আন্তরিক ছিলেন। শুধু শহরেই নয়, গ্রামেও গানটি ভীষণ জনপ্রিয়, তা আমি প্রমাণ পেয়েছি শূটিং করতে গিয়ে। যারা কষ্ট করে নিজের মেগাবাইট খরচ করে গানটি শুনেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেহতাজ বলেন, ভীষণ ভাল লাগছে গানটির এমন সাফল্যে। দর্শক শ্রোতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমিও এ গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি এখনও। এর আগে ধ্রুবর গাওয়া ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি কোটির ঘর পেরিয়েছে। এই নিয়ে তার গাওয়া দুটি গান কোটির ঘর পেরুলো। এদিকে বছরের শুরুতে ধ্রুবর প্রতিষ্ঠিত ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রতিনিয়তই নতুন নতুন গান শ্রোতা দর্শকের জন্য উপহার দেয়া হচ্ছে। বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারের লক্ষ্যে কাজ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
×