ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আবুধাবী টেস্টে মন্থর ব্যাটিংয়ে পাকিস্তানের লড়াই

প্রকাশিত: ০৫:১৭, ১ অক্টোবর ২০১৭

আবুধাবী টেস্টে মন্থর ব্যাটিংয়ে পাকিস্তানের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবী টেস্টে চলছে মন্থর ব্যাটিংয়ের প্রদর্শনী। প্রথম ইনিংসে প্রায় দুইদিনে ৪১৯/১০ রান করতে ১৫৪.৫ ওভার খেলেছিল শ্রীলঙ্কা। জবাবে তৃতীয়দিন শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৬৬। এ রান করতে তারাও খেলে ফেলেছে ১১২.৪ ওভার। শনিবার সারাদিনে ৯০ ওভারে মাত্র ২০২ রান করে সরফরাজ আহমেদের দল। ২০০ বলে ৭৪ রান করে অপরাজিত আজহার আলী। স্ট্রাইক রেট ৩৭। হাফ সেঞ্চুরি তুলে আউট হয়েছেন দুই ওপেনার শান মাসুদ (৫৯) ও শামি আসলাম (৫১)। এর আগে মূলত ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমালের (১৫৫*) অসাধারণ এক সেঞ্চুরির ওপর ভর করে বড় স্কোর গড়ে লঙ্কানরা। বিনা উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দারুণ খেলছিলেন দুই ওপেনার। জুটিতে ১১৬ রান যোগ করে ফেরেন সামি আসলাম। দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ১৩০ বলে ৫১ রান করেন তিনি। ছিল ৪টি চারের মার। ৬ চারে ৫৯ রান করতে মাসুদ খেলেন ১৪৮ বল। তিনি বোল্ড হন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের বলে। দু’জনেরই স্ট্রাইক রেট ৩৯। আজহার-আসাদ শফিক জুটিকেও রান পেতে প্রাণান্তকর চেষ্টা করতে হয়েছে। ৭৪ রানে অপরাজিত আজহার খেলেছেন ২০০ বল। চার মাত্র ৩টি। স্ট্রাইক রেট ৩৭। ১১৯ বলে ৩৯ রান করা শফিককেও তুলে নেন হেরাথ। দুই গ্রেট মিসবাহ উল হক ও ইউনুস খানের অনুপস্থিতিতে টপ-অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি বাবর আযম। নুয়ান প্রদীপের দিনের একেবারে শেষ বলে আউট হয়েছেন তিনি ব্যক্তিগত ২৮ রান করে। লঙ্কার হয়ে হেরাথ ২, নুয়ান ও দিলরুয়ান নিয়েছেন একটি করে উইকেট। মরুর দেশ আরব আমিরাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে উপমহাদেশীয় ক্রিকেটের দুই চেনা প্রতিপক্ষ। মিসবাহ উল হক ও ইউনুস খানের অবসরের পর এটাই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ। তিন ভার্সনেই অধিনায়কের দায়িত্বে সরফরাজ আহমেদ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম-বাসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আমিরাতকে ‘হোম ভেন্যু’ করে নেয়া পাকিদের এই সিরিজে না থেকেও তাই আলোচনায় মিসবাহ আর ইউনুস। পাকিস্তানের জার্সিতে ১৯৩টি টেস্টে দু’জনে মিলে করেছেন ১৫,৩৩১ রান। যেখানে সেঞ্চুরি ৪৪ আর সেঞ্চুরি জুটি ১৫টি। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪১৯/১০ (১৫৪.৫ ওভার; করুনারতেœ ৯৩, কুশল সিলভা ১২, থিরিমান্নে ০, কুশল মেন্ডিস ১০, চান্দিমাল ১৫৫*, দিকওয়েলা ৮৫, দিলরুয়ান ৩৩, হেরাথ ৪, লাকমল ৭, সান্দাকান ৮, নুয়ান প্রদীপ ০; আব্বাস ৩/৭৫, ইয়াসির ৩/১২০, হাসান আলি ২/৮৮, হারিস সোহেল ১/৫১)। পাকিস্তান প্রথম ইনিংস ২৬৬/৪ (১১২.৪ ওভার; শান মাসুদ ৫৯, সামি আসলাম ৫১, আজহার ৭৪*, শফিক ৩৯, বাবর ২৮; প্রদীপ ১/৪৪, দিলরুয়ান ১/৫৮, হেরাথ ২/৪৭)। ** তৃতীয়দিন শেষে।
×