ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খোকন আহম্মেদ হীরা, বরিশাল

বরিশালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যতিক্রমধর্মী প্রচারণা

প্রকাশিত: ০৪:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যতিক্রমধর্মী প্রচারণা

‘আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের সঙ্গে থাকুন। উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে। যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ’। এভাবেই বিভিন্ন সেøাগান সম্বলিত আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে বেশ কয়েকদিন থেকে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিলির মাধ্যমে ব্যতিক্রমধর্মী প্রচারণা শুরু করেছেন যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক মিজানুর রহমান মিজান। বরিশাল নগরী থেকে শুরু করে এ প্রচারণা চলছে এখন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। মুলাদী উপজেলা সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসহাক হাওলাদারের পুত্র ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণকে সফল করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার কোন বিকল্প নেই। তাই এলাকার সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকা-কে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি এ প্রচারণা শুরু করেছেন। প্রথম পর্যায়ে তিনি (মিজান) নগরীতে ও পরবর্তীতে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক সংগঠন, হাট এবং বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকানে এ ব্যতিক্রমধর্মী প্রচারণা শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি দুই উপজেলার প্রত্যেক ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের বার্তা পৌঁছে দেবেন বলেও উল্লেখ করেন। তার (মিজান) এ ব্যতিক্রমধর্মী প্রচারণা সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সরকারের নানা উন্নয়নের মধ্যে তার এ প্রচারণাপত্রের স্থান পেয়েছে, দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণকাজ চলমান, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, দরিদ্রতার হার নিম্ন পর্যায়, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি, বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ ও উপবৃত্তি প্রদান, মাতৃকালীন ভাতা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষিতে সফলতা অর্জন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, দেশব্যাপী বিদ্যুত উন্নয়ন, ক্রীড়াঙ্গনে সফলতা, দেশের রফতানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, উচ্চশিক্ষার হার বৃদ্ধি, দেশের বিভিন্ন জেলায় শিশু পার্ক নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা, জঙ্গী ও সন্ত্রাস দমনে সফলতা, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্র সীমানা বিজয়, বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা, পাটের জীবন রহস্য আবিষ্কার, ফ্লাইওভার নির্মাণ, যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকা-ের বিচার। সূত্র মতে, ছাত্রজীবন থেকে অদ্যবধি তিনি (মিজানুর রহমান মিজান) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তিনি ১৯৮৩-৮৫ সালে মুলাদী মাহমুদ জান পাইলট মাধ্যমিক বিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৩-১৯৯৭ সালে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০০৩-২০১২ সাল পর্যন্ত তিনি আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে একজন তরুণ সমাজসেবক হিসেবে তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার মাটি, মানুষের সঙ্গে মিশে আছেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিজান দীর্ঘদিন থেকে এলাকার নানা উন্নয়নমূলক কর্মকা-ে নিজেকে জড়িয়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি (মিজান) ব্যতিক্রমধর্মী প্রচারণা শুরু করেছেন। স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা জানান, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন। এখানে আওয়ামী লীগের বিশাল একটি ভোট ব্যাংক থাকা সত্ত্বেও নানা কারণে এ আসনের ভোটাররা সরাসরি নৌকা প্রতীকে ভোট দেয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ভোটাররা সরাসরি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জোর দাবি করে আসছেন। আর এ জন্য মিজানুর রহমান মিজানকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন দেয়ার জন্য নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি করেছেন।
×