ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অমূল্য সরকার অমল

বন্ধ কর রক্ত হোলি (নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্মরণে)

প্রকাশিত: ০৭:০১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বন্ধ কর রক্ত হোলি (নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্মরণে)

উষ্ণ রক্তে ভাসে মানুষের লাশ বহ্তা নদীর স্লোতে যায় মিশে, কখনো বাঁধে জমাট পাহাড়ের পাদদেশে। অসহায় মানুষের আর্তনাদ, কষ্ট দগ্ধ নিথর শরীর, রক্তে ভেজা চুল, গলায় ওড়নার প্যাঁচ; নিঃশ্বাসে কষ্টের দাগ ! ল-ভ- শাড়ির আঁচল, ছেঁড়া ব্লাউজ, মলিন ব্রা, টাটকা যৌবনে বাজের থাবা। যত্রতত্র পড়ে থাকা যুবতীর মস্তকবিহীন উদোম শরীর মাছির ভন ভন, নগ্ন বুকে রক্তের আঁচর প্রাণহীন দেহে পুনর্বার ধর্ষণে মাতে নেশাখোর কামুক জারজ ! ক্লান্ত পিতা আর অবুঝ শিশুর শত টুকরো দেহের ওপর উল্লাসে ওড়ে মাছি, কোলাহলে মাতে নগ্ন শিয়ালের দল আর মাংসাসী শকুনের অট্টহাসি। হে আউং সান সুচি, হায়! এত রক্তেও পিপাসা মেটেনি তোমার ? চিরতরে মুছে দিয়ে অহিংসা ধর্মের বাণী হলে পাপের রানী। হে দানবী, এ পাপ থেকে বিরত হও বন্ধ কর রক্ত হুলি।
×