ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন নদীর ভাঙ্গনের মুখে গোয়াইনঘাটের বিস্তীর্ণ জনপদ

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

তিন নদীর ভাঙ্গনের মুখে গোয়াইনঘাটের বিস্তীর্ণ জনপদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পিয়াইন, সারি ও চেঙ্গেরখাল নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে রাস্তা, বাড়িঘর, ফসলের জমি। ইতোমধ্যে ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি, ফসলের মাঠ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পান-সুপারির বাগান, চা-বাগানের বিশাল এলাকা, মসজিদ-মাদ্রাসাসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহের মেরামত ও সংস্কার না হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহেও ভাঙ্গন দেখা দিচ্ছে। উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম, কুনকুরি এলাকায় পিয়াইন নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। গোরাগ্রামের একটি সড়ক সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকার মানুষজনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিছনাকান্দি অভিমুখে ইঞ্জিনচালিত নৌকার ঢেউয়ের ফলে হাদারপার হতে বিছনাকান্দি পর্যন্ত পিয়াইন নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর ঢালারপারসহ বিভিন্ন স্থানে পিয়াইন নদীর ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে বাউরভাগ, নয়াগাঙ্গের পার, বাউরভাগ হাওর রক্ষা বেড়িবাঁধসহ গোটা এলাকা এখন হুমকির মুখে। পিয়াইনের ভাঙ্গন থেকে জানমাল রক্ষায় নদী ভাঙ্গনের শিকার এলাকাবাসী স্মারকলিপি প্রদান, মানববন্ধন পালনসহ নানা কর্মসূচী পালন করছেন। ৪নং লেংগুড়া ইউনিয়নে গোয়াইন নদীর ভাঙ্গনে গোয়াইনঘাট ব্রিজ, উপজেলা টিএ্যান্ডটি অফিসসহ গোটা গ্রামই হুমকির মুখে পড়েছে। ভাঙ্গন রোধে এলাকাবাসী বাঁশ পুঁতে নিজেদের স্থাপনা রক্ষার প্রচেষ্টা চালাচ্ছেন। ৫নং আলীরগাঁও ইউনিয়নে সারি ও পিয়াইন নদীর ভাঙ্গনে খলা, কাকুনাখাই, পাঁচসেউতি লাউবিল, নাইন্দার হাওড়, তিতকুলি, বুদিগাঁও, সীমার বাজার, মুক্ততলা, বুদিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভয়াবহ ভাঙ্গনের পাশাপাশি উপজেলা সদরের সঙ্গে এসব হাওড়াঞ্চলের যোগাযোগ রক্ষাকারী আটলিহাই-নাইন্দা সড়টিও এখন হুমকির মুখে। ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের জুলুরমুখ, শিয়ালা হাওড়, চলিতাবাড়ি, চৌধুরীপার, দারিকান্দি, কচুয়ারপার, রানীগঞ্জসহ বিভিন্ন গ্রামে ভাঙ্গন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পিয়াইন ও চেঙ্গেরখাল নদীতীরবর্তী স্থান থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা অবিযোগ করেন।
×