ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বারি মাল্টা চাষে মাঠ দিবস

প্রকাশিত: ০৬:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বারি মাল্টা চাষে মাঠ দিবস

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পাহাড়ে বারি মাল্টা-১ চাষের সম্ভাবনা এবং সফল উৎপাদন বিষয়ে মাঠ দিবস রবিবার খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সফল মাল্টা চাষী শাহাজ উদ্দিনের বাগানে আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সনৎ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি ছিলেনÑ হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীন প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ সেপ্টেম্বর ॥ ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ সেøাগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ছাত্রছাত্রীদের দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে তেঁতুলঝোড়ার ‘মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এ্যান্ড কলেজ’-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় রবিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গবর্নিং বডির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার।
×