ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে অব্যবস্থাপনায় বিসিক শিল্পনগরীর বেহাল দশা

প্রকাশিত: ০৬:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

মাদারীপুরে অব্যবস্থাপনায় বিসিক শিল্পনগরীর বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর বিসিক শিল্পনগরী নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে মুখ থুবড়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা। এসব সমস্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিসিকের ব্যবসায়ীরা। দীর্ঘদিনের সমস্যার কারণে বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে শহরের তরমুগুরিয়ায় গড়ে তোলা হয় মাদারীপুর বিসিক শিল্পনগরী। ১৬ একর জমিতে ১৯৮১ সালে শিল্পনগরী স্থাপন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। ১৩৫টি প্লটে ভাগ করে বরাদ্দযোগ্য ১২৬ প্লট বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মালিকদের বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে অর্ধশতাধিক প্লট বরাদ্দ নিয়ে গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মাদারীপুর বিসিক শিল্প নগরীর অভ্যন্তরের প্রায় সবকটি সড়কই খানাখন্দে ভরপুর। বর্ষায় এর ভোগান্তির মাত্রা বেড়ে হয় দ্বিগুণ। এতে বিঘিœত হচ্ছে পণ্য পরিবহন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প মালিকরা। এদিকে বিসিক কর্মকর্তাদের অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে নতুন বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে না উদ্যোক্তরা। ফলে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। এছাড়াও বিসিকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বিসিকের প্লটে শিল্প প্রতিষ্ঠান না করে ভাড়া দেয়া হচ্ছে। বিসিকে গড়ে উঠেছে জ্বালানি কাঠের দোকান। এছাড়াও ১০/১২টি কাঠের আড়ৎ বসিয়ে আরও কিছু লোক ব্যবসা করে যাচ্ছে যাদের তেমন কোন বৈধতা নেই। ফলে প্রতি বছর সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। ভাই ভাই ওয়েল মিলের মালিক হাবিবুর রহমান জানাল, রাস্তাঘাটের করুণ দশার কারণে তাদের মালামালের উৎপাদন ও বিপণন খরচ বেড়ে যাচ্ছে। অবিলম্বে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ বিসিক শিল্পনগরীর উন্নয়ন দাবি করেছেন তিনি।
×