ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন বিকেএসপি বালিকাদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:০৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন বিকেএসপি বালিকাদের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপি কর্তৃপক্ষ সুব্রত মুখার্জী কাপ অনুর্ধ-১৭ আন্তর্জাতিক বালিকা ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বিকেএসপি দলকে সংবর্ধনা দিয়েছে বুধবার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ফুটবল দলের সকলকে ফুল দিয়ে বরণ করেন। মহাপরিচালক তার বক্তব্যে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং দলের সকলকে আত্মতুষ্টিতে না ভুগে এ প্ল্যাটফর্ম থেকে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের নিয়ে যাবার উপদেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোশারফ হোসেন মোল্লা, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ফুটবল বিভাগের চীফ কোচ উজ্জল চক্রবর্তী। এর আগে মঙ্গলবার রাতে নবীনগর থেকে ফুল ও মিষ্টি দিয়ে বিজয়ীদের স্বাগত জানানো হয়। বিকেএসপি টুর্নামেন্টের প্রথমপর্বে ত্রিপুরা ও দিল্লীকে ৫-০ গোলে, কোয়ার্টার ফাইনালে গত পাঁচবারের চ্যাম্পিয়ন হরিয়ানাকে ২-১ গোলে, সেমিতে মেঘালয়কে ৩-১ গোলে এবং ফাইনালে এনএসসি মিজোরাম দলকে ১-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। নিষিদ্ধ খালিদ লতিফ স্পোর্টস রিপোর্টার ॥ স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন খালিদ লাতিফ। ২০১৭ পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ওঠা ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার তাকে এ নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে ছয় ধরনের অভিযোগই প্রমাণিত হয়। পাশাপশি তাকে ১ মিলিয়ন রুপী জরিমানাও করা হয়েছে। একই কারণে এর আগে শারজিল খান নিষিদ্ধ হন। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান খালিদ ২০০৮-২০১৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫ ওয়ানডে ও ১৩টি টি২০ খেলেছেন।
×