ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সুফি ফেস্টিভ্যালে অংশ নিতে আজ মিসর যাচ্ছে বাংলাদেশের শিল্পীরা

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

সুফি ফেস্টিভ্যালে অংশ নিতে আজ মিসর যাচ্ছে বাংলাদেশের শিল্পীরা

স্টাফ রিপোর্টার ॥ মিসরের কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সুফি ফেস্টিভ্যাল। এ ফেস্টিভ্যালে অংশ নিতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণায়লয়ের উদ্যোগে ফোক শিল্পীদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দল আজ সোমবার রাত ১০টার ফ্লাইটে মিসরের উদ্দেশে রওয়ানা হচ্ছে। মিসরে অনুষ্ঠিত সুফি ফেস্টিভ্যাল কনসার্টে অংশ নেবেন তারা। ফেস্টিভ্যালে ৩০টি দেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানসহ বিশ্বের আরও কয়েকটি দেশ। ১৩ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসাইন। আরও রয়েছেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলতাফ হোসেন। উৎসবে অংশ নেয়া বাংলাদেশের শিল্পীরা হলেনÑ বাউল এএসএম শফী ম-ল, ফকির শাহবুদ্দীন, ফারজানা খাতুন, মৌসুমী শ্রাবনী। যন্ত্রশিল্পীরা হলেন, কীবোর্ডে রবিন, বাঁশি মামুনুর রশীদ, ঢোল শিবনাথ সিবু, দোতারায় সুমন শীল, তবলায় দীপক কুমার দাশ, আর বাঁশি রানা। মিসরের কায়রোতে এই সুফি ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে অংশগ্রহণ শেষে সংস্কতি সচিব ইব্রাহিম হোসাইনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল আগামী ২৮ তারিখে রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।
×