ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মিরপুরে খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুরে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বরে বাইশটেক খালের ওপর গড়ে ওঠা ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, এর আগেও অভিযান চালানো হয়েছে। আজ খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা সব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এবং ঢাকা ওয়াসা ও উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ অভিযান চলছে। তিনি আরও বলেন, খালসমূহ ভরাট ও অবৈধ দখলের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা সব খাল উদ্ধার করব। পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অভিযানের সময় উপস্থিত পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন কবির বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রমে সহযোগিতার জন্য উপস্থিত রয়েছি। এ অভিযানে কেউ বাধা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। -স্টাফ রিপোর্টার
×