ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র হত পাঁচ

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী সেবা গ্রীন লাইনের একটি নৈশকোচের সঙ্গে ঢাকাগামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে বাসের ড্রাইভার বুলেট (৩০), সুপারভাইজার ইব্রাহীম (৪৫) ও হেলপার সাইফুজ্জামান (৪৫) এবং বাসযাত্রী রংপুরের সেলিনা আক্তারকে (৩০) শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনায় নিহত অন্য দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ২৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নেয়। বরিশালে পুলিশ সদস্য নিহত ॥ অবৈধ টমটমের চাপায় শনিবার বেলা পৌনে ১২টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবল নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। নিহত আল-আমিন শরীফ কর্ণকাঠী এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা সালাম শরীফের পুত্র এবং বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অপরদিকে একইদিন সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রাজমনি নামের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। রংপুরে দুই মোটরবাইক আরোহী ॥ রংপুর সদরের হাজিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বেলা ১১টার দিকে ডোমারের মির্জাগঞ্জ জোড়াবাড়ি এলাকার দুই বন্ধু আনছারুল (২৭) ও বুলবুল (২৭) মোটরসাইকেলে রংপুর অভিমুখে আসতে থাকলে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস হাজিরহাট এলাকায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়। সিলেটে যুবক ॥ শনিবার বেলা সোয়া দুটায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। জানা যায়, ফেঞ্চুগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন জুয়েল, রানা ও হোসাইন নামে তিন যুবক। পারাইরচকে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। আহত রানা ও হোসাইনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। জামালপুরে কৃষক ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পাটবোঝাই ইজিবাইকের চাপায় স্বাধীন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে। স্থানীয় রাস্তায় শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রামে আহত ছাত্রীর মৃত্যু॥ চট্টগ্রামে সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী জুলফা কাশফিয়া (২২) গত ৫ সেপ্টেম্বর বিকেলে নগরীর দেওয়ানবাজার দিদার মার্কেট এলাকায় বেপরোয়া একটি সিটি বাসের ধাক্কায় নিচে পড়ে যায়। বাসের চাপায় তার দুই পা থেঁতলে যায়। জ্ঞান হারানো অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে ওইদিনই। এরপর তার চিকিৎসা শুরু হয়। টানা চারদিন লাইফ সাপোর্টে থাকার পরও তার কোন উন্নতি হয়নি। ফলে শনিবার ভোর রাতের দিকে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। নিথর হয়ে যায় কাশফিয়ার দেহ। মাগুরায় কলেজছাত্র ॥ সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত আমিনুর রহমান মাগুরা সদর উপজেলা মালঞ্চি গ্রামের সুরত আলীর ছেলে। সে একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
×