ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো হাবিব ব্যাংক

প্রকাশিত: ০৪:১২, ১০ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো হাবিব ব্যাংক

প্রায় ৪ দশক পরিচালিত হওয়ার পর পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ে ব্যাংকটি যুক্ত থাকার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যাংকটিকে বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বেসরকারী খাতের সবচেয়ে বড় ব্যাংক এটি। নিউইয়র্কের ব্যাংকিং কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি সন্ত্রাসবাদে অর্থায়ন, মানি লন্ডারিংসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের বিষয় বারবার এড়িয়ে গেছে। এ জন্য অবশ্য ব্যাংকটিকে সাড়ে ২২ কোটি ডলার জরিমানা করা হয়। ১৯৭৮ সালে হাবিব ব্যাংক যুক্তরাষ্ট্রে যাত্রা করে। ২০০৬ সালে এর অবৈধ লেনদেনে কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু ব্যাংক বরাবরই তা উপেক্ষা করে। নিউইয়র্কের নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, হাবিব ব্যাংক সৌদি আরবের বেসরকারী খাতের ব্যাংক আল রাজি ব্যাংকের হাজার হাজার কোটি ডলার লেনদেনের সুযোগ করে দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার সাইবার জগতে নতুন আতঙ্ক ‘লকি’ সাইবার জগতে যেমন নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে তেমনি সমস্যাও তৈরি হচ্ছে। ওয়ানাক্রাই-এর পর সাইবার জগতে এবার নতুন আতঙ্ক ‘লকি’। ওয়ানাক্রাইয়ের কায়দাতেই এই র্যানসামওয়্যার ব্যবহার করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। ই-মেলের সঙ্গে এ্যাটাচমেন্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ র্যানসামওয়্যারটি। কম্পিউটারে একটি জরুরী ফাইলকে লক করে দিচ্ছে ‘লকি’। সেই ফাইলগুলো উদ্ধারে চাওয়া হচ্ছে অর্থ। ভারতের তথ্যানুযায়ী, দেশটিতে মোট ২ কোটি ৩০ লাখ ই-মেইল পাঠানো হয়েছে। মেইলের সঙ্গে এ্যাটাচ করা থাকছে কোন ডকুমেন্ট বা মাল্টিমিডিয়া ফাইল। সেই ফাইলটি কম্পিউটারে ডাউনলোড করলেই সর্বনাশ! লক হয়ে যাচ্ছে কম্পিউটারের সব প্রয়োজনীয় ফাইল। এসব ফাইল ফেরত পেতে অর্থ নেয়া হচ্ছে। তবে লকি র্যানসামওয়্যার রুখতে ইতোমধ্যে দেশটির তরফে সতর্কতা জারি করা হয়েছে। সরকারী সতর্কতায় বলা হয়েছে, সাবধানতা অবলম্বন করতে হবে ই-মেইল থেকে এসব এ্যাটাচমেন্ট ডাউনলোড করার সময়। -অর্থনৈতিক রিপোর্টার
×