ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার সামরিক শক্তি আত্মরক্ষামূলক ॥ পুতিন

প্রকাশিত: ০৪:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার সামরিক শক্তি আত্মরক্ষামূলক ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তিনি মনে করেন, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচী ত্যাগ করবে না। কারণ, চলমান ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচীর উন্নয়ন ঘটানোকে নিজেদের আত্মরক্ষার একমাত্র উপায় হিসেবে দেখছে পিয়ংইয়ং। ওয়েবসাইট। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভøাদিভোস্তক শহরে ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’-এ দেয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া মনে করে, নিজেদের রক্ষার একমাত্র উপায় হচ্ছে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হওয়া। তিনি প্রশ্ন করেন, আপনারা কি মনে করেন, তারা এই পথ থেকে সরে আসবে? পুতিন বলেন, তাদের ভয় দেখানো অসম্ভব। তিনি বলেন, নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে উত্তর কোরিয়াকে উস্কানি দেয়া হচ্ছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যে কোন বিবাদের পরিণতি মারাত্মক হতে পারে বলেও হুঁশিয়ারি দেন পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি মনে করি, উত্তর কোরিয়ায় যেসব সামরিক শক্তি গড়ে তোলা হচ্ছে তা আত্মরক্ষামূলক। এতে কিছুই ঘটবে না। এটা সত্য যে, পিয়ংইয়ং উত্তেজনা ছড়াচ্ছে। আর তারা এটা করলেও তারা নির্বোধ নয়। তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক উপায়ে কোরীয় উপদ্বীপের সঙ্কট নিরসন সম্ভব। মেক্সিকো থেকে উত্তর কোরীয় রাষ্ট্রদূত বহিষ্কৃত মেক্সিকো তার দেশ থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। পিয়ংইয়ংয়ের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালানোর প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তারা এ দূতকে বহিষ্কার করল। বলা হচ্ছে, দেশটির এমন পরীক্ষা বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত কিম হিয়ং গিলকে মেক্সিকো ত্যাগে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত রবিবার পিয়ংইয়ংয়ের ষষ্ঠ ও অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। মেক্সিকো সরকারের ভাষ্য, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকা- শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মেক্সিকোর গুরুত্বপূর্ণ মিত্রদের জন্য একটি বড় হুমকি। তাদের এ ধরনের পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখা দিয়েছে।
×