ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও ঘটে গেল অনাকাক্সিক্ষত ঘটনা। নিরাপত্তা শঙ্কার কারণে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের পর সন্তুষ্ট হয়েই সফরে এসেছে অসিরা। তারপর থেকে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু সোমবার চট্টগ্রামে ঘটলো অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছুড়ে মারার ঘটনা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে পাথর ছোড়া হয় এবং এতে করে জানালা ক্ষতিগ্রস্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বিসিবির কাছে। এরপর বেশ তৎপর হয়েছে বিসিবি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মূল ঘটনা উদঘাটনে। গত বছর অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছিল। সে সময় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল এ্যালিস্টার কুক-জো রুটদের। দারুণ সন্তুষ্ট হয়ে ইংলিশরা বারবারই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে এবং ব্রিটিশ মিডিয়াগুলোতেও বাংলাদেশে ক্রিকেট খেলার জন্য সবচেয়ে নিরাপদ ও ভাল জায়গা বলে জানানো হয়। বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারও ওই সময় ইচ্ছা প্রকাশ করেন পুনরায় বাংলাদেশ সফরে আসার ব্যাপারে। আর এ বিষয়টিই প্রভাবিত করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। তারাও দল পাঠাতে সম্মত হয়। অথচ ২০১৫ সালে অসি জাতীয় দল বাংলাদেশ সফর স্থগিত করেছিল নিরাপত্তা শঙ্কার অজুহাতে। একই কারণে তারা ২০১৬ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপেও নিজেদের যুব দল পাঠায়নি। কিন্তু ইংলিশদের বিরুদ্ধে বিসিবির সফল ও জমজমাট সিরিজ আয়োজন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করার পর সিএ’ও আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে খেলতে। সেই ধারাবাহিকতায় দুই টেস্টের সিরিজ খেলতে এবার বাংলাদেশে এসেছে অসিরা। গত ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখার পর বেশ নির্বিঘেœই কাটিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও দলের নিরাপত্তা ব্যবস্থাপকরা বারবারই প্রশংসা করেছে বিসিবির নিরাপত্তার ব্যবস্থাপনায়। তবে সমস্যার সৃষ্টি হয়েছে সাগরিকা টেস্টের প্রথমদিন শেষে। অসিরা মাঠ থেকে হোটেলে ফেরার পথে তাদের টিম বাসে পাথর ছুড়ে মারা হয়। সঙ্গে সঙ্গেই বিসিবিকে অভিযোগ করে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। এতে কোন আহত হওয়ার ঘটনা না ঘটলেও বাসের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বিসিবিকে বিষয়টি অবগত করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করে বিসিবি। এমনকি এ ঘটনায় দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ওই কমিটি বিষয়টির যথাযথ তদন্ত করবে। কিন্তু তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী এবং মাঠ থেকে হোটেলে যাওয়ার পথে বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষীদের মাঝে কিভাবে বাসে পাথর ছুড়ে মারার মতো ঘটনা ঘটলো সেটাই এখন সবার প্রশ্ন। তাই নিরাপত্তা আরও বাড়িয়েছে বিসিবি। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। বিসিবির দাবি এমন পদক্ষেপের পর অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট আশ্বস্ত হয়েছে।
×