ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাফ নদীতে আবারো নৌকা ডুবি ॥ ১৯ লাশ উদ্ধার

প্রকাশিত: ১৮:০০, ৩১ আগস্ট ২০১৭

নাফ নদীতে আবারো নৌকা ডুবি  ॥  ১৯ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ টেকনাফের নাফ নদীতে বুধবার দিবাগত রাতে আবারো রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে আজ বৃহস্পতিবার সকালে ১৯জন রোহিঙ্গা নারী ও শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক লাশ ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে। জানা যায়, এলাকাবাসী সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নাফ নদীতে মৃতদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবির উপস্থিতিতে নারী ও শিশুসহ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় মেম্বার নুরুল আমিন জানান, ১৯জনের মধ্যে বেশির ভাগই রোহিঙ্গা শিশু। আরো অনেক লাশ নদীতে ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলারপাড়া দিয়ে স্থানীয় দালালচক্র চোরাইপথে রাতের আঁধারে রোহিঙ্গাদের নিয়ে আসছে। বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।
×