ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ আগস্ট ২০১৭

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাড়ে ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি শেয়ারে রূপান্তরযোগ্য হবে না। বন্ডটি ৭ বছরে পুরোপুরি বিলুপ্তি হবে। যা শুধু প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, ব্যাসেল থ্রির শর্ত পূরণ এবং ব্যবসা সম্প্রসারণ করবে। লভ্যাংশ পাঠিয়েছে যমুনা ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকটি বিইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে লভ্যাংশ পাঠিয়েছে। আর যেসব বিনিয়োগকারীরা লভ্যাংশ সংগ্রহ করতে পারেনি, তাদের কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে অফিস চলাকালীন কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে যমুনা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
×