ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসায় তাইওয়ান বাণিজ্য প্রতিনিধি দল

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ আগস্ট ২০১৭

দেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসায় তাইওয়ান বাণিজ্য প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেছে তাইওয়ানিজ বাণিজ্য প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টিএআইটিআরএ) এবং তাইপে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেয়ারম্যান জেমস সি এফ ওয়াংয়ের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে চিটাগাং চেম্বার সভাপতি ও পরিচালকবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এশিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের চমৎকার ব্যবসায়িক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি নিরসনে বাংলাদেশ থেকে অধিক পরিমাণ পণ্যসামগ্রী আমদানির অনুরোধ জানান। চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ সাউথ এবং সাউথইস্ট এশিয়ার অঞ্চলকে সংযুক্ত করেছে যা বিদেশী বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় ব্যবসা ও বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বাংলাদেশের হাই-টেক পার্কে আইসিটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সম্ভাবনাময় খাতে তাইওয়ানিজ একক বা যৌথ বিনিয়োগ প্রত্যাশা করে মাহবুবুল আলম বলেন, মাইস (মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্স, এক্সিবিশন্স) ট্যুরিজমকে অত্যন্ত সম্ভাবনাময় শিল্প হলেও উপযুক্ত ব্র্যান্ডিংয়ের অভাবে এটি যথাযথ প্রসার হচ্ছে না। এই শিল্পের প্রসারের জন্য নিয়মিত কনফারেন্স, এক্সিবিশনের ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান জেমস সি এফ হুয়াং বিদেশী বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশে তাইওয়ানিজ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাণিজ্যিক প্রসারের জন্য কাজ করে বলে তথ্য প্রকাশ করেন। হুয়াং বাংলাদেশে তাইওয়ানিজদের বিনিয়োগের আগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশী ছাত্রদের তাইওয়ানে স্কলারশিপ প্রদানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে স্থাপিত তাইওয়ানিজ কোম্পানিদের বাংলাদেশের প্রতিযোগিতামূলক ধারসমূহের কারণে এ দেশে স্থানান্তরে অনুরোধ জানাবেন বলে জানান। তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক ড্যানি ইয়াং ই-ভিসা প্রদানসহ দ্বিপক্ষীয় টেকসই সম্পর্কোন্নয়নের লক্ষ্যে টিএআইটিআরএ এবং চিটাগাং চেম্বার একসঙ্গে কাজ করবে বলে জানান। তিনি তাইপে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রসঙ্গ উল্লেখ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময়কালে চিটাগাং চেম্বার পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ, মোঃ জাহেদুল হক, হাসনাত মোঃ আবু ওবাইদা, সদ্যবিদায়ী পরিচালক মাহফুজুল হক শাহ, এইচআরসির সিনিয়র পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, লুব-রেফের পরিচালক সালাউদ্দিন ইউসুফ, চিটাগাং ওম্যান চেম্বারের সেক্রেটারি খালেদ হাসান, চাইনিজ ভাষা প্রশিক্ষক সুমন কান্তি নাথ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ এ কে এম আকতার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ জহুরুল আলম ও মোঃ আবদুল মান্নান সোহেল, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান, জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি জসিম আহমেদসহ উভয় দেশের তৈরি পোশাক, প্লাস্টিক, কেমিক্যাল ও চামড়াজাত শিল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×