ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানকে মারধর ॥ পটিয়ায় দুই ইউপি মেম্বার বরখাস্ত

প্রকাশিত: ০৫:২৬, ২২ আগস্ট ২০১৭

চেয়ারম্যানকে মারধর ॥ পটিয়ায় দুই ইউপি মেম্বার বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২১ আগস্ট ॥ পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মারধর করার ঘটনায় অবশেষে দুই ইউপি মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন ও ৮নং ওয়ার্ডের মেম্বার শাহানুর তুষার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার তাদের বরখাস্ত করার বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, চলতি বছরের ২৬ মে তুচ্ছ ঘটনায় ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে তুচ্ছ ঘটনায় পরিষদের মেম্বার নাসির ও তুষার মারধর করে। ইউপি চেয়ারম্যান নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত একটি অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই মেম্বারকে বরখাস্তর করে প্রজ্ঞাপন জারি করে। ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, ইউপি মেম্বার নাসির ও তুষার এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের ব্যাপারে পটিয়া থানায় ও ইউএনওকে লিখিত অভিযোগ করা হয়। পরিষদের উন্নয়নের স্বার্থে তাদের দুইজনের সদস্য পদ বাতিলের জন্য পরিষদের অন্য মেম্বাররা উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করে। অভিযাগ প্রমাণিত হওয়ায় তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
×