ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১০ লাখ ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ

প্রকাশিত: ০৬:৪২, ১৯ আগস্ট ২০১৭

চট্টগ্রামে ১০ লাখ ভাড়াটিয়ার  তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম নগর ও জেলায় ১০ লাখের বেশি ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেছে পুলিশ। জঙ্গী তৎপরতা বন্ধে বিভিন্ন এলাকায় গত এক বছরে ১৩ লাখের বেশি ফরম বিতরণ করা হয়। তবে সংগৃহীত এসব তথ্য দিয়ে ডাটাবেইজ তৈরির কাজ চলছে ধীরগতিতে। এদিকে বাড়ির মালিকদের সচেতন করতে আলাদা কর্মসূচী নেয়ার কথা জানিয়েছেন সিএমপি কমিশনার। গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গী হামলার পর চট্টগ্রাম মহানগর ও জেলায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। এজন্য নগরীর ১৬ থানায় প্রায় ১৩ লাখ তথ্য ফরম বিতরণ করে সিএমপি। এরমধ্যে পুলিশের হাতে এসেছে ১০ লাখ ফরম। এসব ফরমের তথ্য দিয়ে নগরীর ভাড়াটিয়াদের ডাটাবেইজ তৈরির কথা জানিয়েছিল পুলিশ। তবে সেই ডাটাবেইজ তৈরির কাজ চলছে ধীরগতিতে। এরমধ্যে জঙ্গীদের সম্পর্কে বাড়ির মালিকদের সচেতন করতে আলাদা কর্মসূচী হাতে নেয়ার কথা জানিয়েছেন সিএমপি কমিশনার। এদিকে, জেলার ১৬ থানায়ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য বিতরণ করা হয় প্রায় ১৪ হাজার ফরম। এর মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার ফরম হাতে পেয়েছে পুলিশ। এসব ফরম থেকে এ পর্যন্ত ৮ হাজার ১৫৬ ভাড়াটিয়ার তথ্য যাছাই বাছাই করেছে পুলিশ। পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত রাখতে থানাগুলোকে নির্দেশনা দেয়ার কথা জানান কর্মকর্তারা। ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহে রাখার জন্য পুলিশ সদর দফতর থেকে একটি কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরির কাজ চলছে বলেও জানান কর্মকর্তারা।
×