ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুজন মাহবুবের পারফর্মেন্স আর্ট ‘ফেরিওয়ালা’

প্রকাশিত: ০৫:৪১, ১৯ আগস্ট ২০১৭

সুজন মাহবুবের পারফর্মেন্স আর্ট ‘ফেরিওয়ালা’

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় সংস্কৃতিকর্মীদের শিল্পযাত্রা শুরু হয়েছে শুক্রবার সকাল ৭টায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে। শিল্পের সকল শাখার শতাধিক কর্মী সমবেত ভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সংস্কৃতকর্মীদের বহর পদ্মার ফেরিতে উঠলে পারফর্মেন্স পরিবেশনা করে শিল্পী সুজন মাহাবুব। চলন্ত ফেরিতে বাঁশি বাজিয়ে পথ চলতি পথিকদের দৃষ্টি আকর্ষণ করে হাতে হাতে তুলে দেবে কার্যক্রমের লিফলেট যেখানে লেখা থাকবে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত পরিচিতি। বঙ্গবন্ধুর কর্ম-আদর্শ আর স্বপ্নের বুনন নিয়েই যেহেতু দর্শকদের কাছে যাওয়া এবং নিজের সৃজন প্রক্রিয়া গড়ে তোলা আর সে কারণে সুজন মাহাবুবের পারফর্মেন্স আর্টের নামকরণ ফেরিওয়ালা।
×