ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটের পর ব্রিটেন ইইউর ব্যাক ডোর হয়ে থাকতে পারে না

প্রকাশিত: ০৬:৩৩, ১৮ আগস্ট ২০১৭

ব্রেক্সিটের পর ব্রিটেন ইইউর ব্যাক ডোর হয়ে থাকতে পারে না

ব্রিটেনের মন্ত্রিপরিষদের দুই গুরুত্বপূর্ণ সদস্য দু’সপ্তাহ বাগ্বিত-ার পর রবিবার একমত হয়ে বলেছেন, ব্রেক্সিট পরবর্তী উত্তরণ সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ অব্যাহত রাখার জন্য কোন ব্যাক ডোর বা পেছন দরজা রাখা হবে না। খবর এএফপির। ব্রেক্সিটের পর ব্যবসা-বাণিজ্য চলার পক্ষে নমনীয় অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও ব্রেক্সিটের কট্টর সমর্থক ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারি লিয়াম ফক্স ইইউয়ের বাইরে যুক্তরাজ্যের ভবিষ্যত নিয়ে বিরোধে জড়িত হয়ে পড়েন। কিন্তু তারা সানডে টেলিগ্রাফ পত্রিকায় এক যৌথ নিবন্ধে একমত প্রকাশ করে বলেছেন, ব্রিটেন ২০১৯ সালের মার্চে ইইউ ত্যাগ করার পর কোন প্রচ্ছন্ন ব্যবস্থা থাকা উচিত নয়। তারা বলেন, উত্তরণ কালটি হবে সময়সীমিত এবং ব্রেক্সিটের অর্থ দাঁড়াবে ব্রিটেন ইউরোপীয় একক বাজার ও কাস্টমস ইউনিয়ন দুদিক থেকেই সরে আসবে। তারা লিখেছেন, আমরা এ উত্তরণকালের মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল রাখতে চাই। এর মানে, ইইউ ত্যাগের এ ২০ মাস অন্তর্বর্তী সময়ে কোন প্রচ্ছন্নতা থাকবে না, এ বিষয়ে ব্যবসায় আস্থা থাকা প্রয়োজন।
×