ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নীতি নির্ধারণে ব্যর্থ ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৫:৩৯, ৯ আগস্ট ২০১৭

নীতি নির্ধারণে ব্যর্থ ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসনের দেয়া স্বাস্থ্যসেবা, কর রেয়াত, চীনা পণ্যের আগ্রাসন ঠেকানো ও অবকাঠামো উন্নয়নসহ বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ লেনদেন, নিয়োগ ও বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে রেখেছে। এর ফলে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের সম্ভাবনা সঙ্কুচিত হয়ে গেছে। অথচ যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলে তাতে দ্রুতগতি সঞ্চারিত হতে পারত। সম্প্রতি কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে আয়োজিত বেশ কয়েকটি সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠান পর্যালোচনা করে ওয়াশিংটন পোস্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, নীতি নির্ধারণী ক্ষেত্রে ধূম্রজাল বা অস্পষ্টতার জন্য অনেক কোম্পানি ব্যবসা বা বিনিয়োগ ক্ষেত্রে নতুন কোন উদ্যোগ না নয়ে হাত গুটিয়ে বসে আছে। অথচ স্বাভাবিক সময়ে এই ধরনের ব্যবসায়িক ঝুঁকি গ্রহণের মাধ্যমে তারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হতেন। -ওয়াশিংটন পোস্ট
×