ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৫২, ৭ আগস্ট ২০১৭

ব্লক মার্কেটে ৪ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে রবিবার মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯ লাখ ৯১ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ৭ লাখ ৯২ হাজার ৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৩৪ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। দিনটিতে কোম্পানিটির মোট ১ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা স্যু ২৩ লাখ ৭৬ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৮ লাখ টাকা ও তাকাফুল ইন্স্যুরেন্স ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবেন সিটি ব্যাংকের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের ২ পরিচালক। ঘোষণা অনুয়ায়ী ২ পরিচালক মোট ১৩ লাখ শেয়ার ক্রয় করবেন। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পরিচালক হোসাইন মাহমুদ এবং রফিকুল ইসলাম খান নিজ প্রতিষ্ঠানের যথাক্রমে মোট ৪ লাখ ৫০ হাজার এবং ৮ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন তারা। যার বাজার মূল্য ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×