ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এ্যাকসেঞ্চারের কর্মী ছাঁটাই

প্রকাশিত: ০৪:৪২, ৬ আগস্ট ২০১৭

এ্যাকসেঞ্চারের কর্মী ছাঁটাই

মার্কিন বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এ্যাকসেঞ্চার বাংলাদেশে তাদের কর্মীদের কোন নোটিস ছাড়াই জোরপূর্বক ছাঁটাই করে প্রতিষ্ঠানটি এ দেশে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এ্যাকসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়ন বাংলাদেশ’ আয়োজিত এক মানববন্ধন থেকে এ অভিযোগ করা হয়। মানববন্ধনে বলা হয়, এ্যাকসেঞ্চার ও টেলিনর তাদের অংশীদারিত্বের ব্যবসায় পরস্পরের প্রতি দোষারোপ, অস্বচ্ছতা ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে বাংলাদেশে এ্যাকসেঞ্চার তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। আগামী ৩০ নবেম্বর প্রতিষ্ঠানটির শেষ কর্মদিবস। অভিযোগ করা হয়, ‘এই (এ্যাকসেঞ্চার বন্ধ করা) সিদ্ধান্ত গ্রহণকারী বিদেশী কর্মকর্তারা গত ১৬ জুলাই রাতের অন্ধকারে দেশ ছেড়ে চলে গেছেন। এরপর কোন কারণ না দেখিয়ে রাত ২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করে দেয়া হয়েছে। অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংক এবং গোল্ডেন হার্ভেস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং গোল্ডেন হার্ভেস্টের মধ্যে একটি চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপী গোল্ডেন হার্ভেস্টের ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে অর্থ সংগ্রহ করা যাবে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান এবং গোল্ডেন হার্ভেস্টের পরিচালক মহিউস সামাদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
×