ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রিজার্ভ কমে ৩২.৯১ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬:০২, ৩ আগস্ট ২০১৭

রিজার্ভ কমে ৩২.৯১ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসেই বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রিজার্ভ কমে হয়েছে ৩২ বিলিয়ন ৯১ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৯১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এখন যে রিজার্ভ আছে তা দিয়ে দেশের ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত জুন মাসে এই রিজার্ভের পরিমাণ ছিল রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৪৫ কোটি ডলার। তবে এক মাসের ব্যবধানে রিজার্ভ কমলেও গত এক বছরের ব্যবধানে রিজার্ভের পরিমাণ প্রায় সাড়ে ৯ শতাংশ বেড়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, গত কয়েক বছর ধরে তৈরি পোশাক রফতানিতে উন্নতি হওয়ায় ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে।
×