ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাসের ৭৫৫ কর্মীকে বহিষ্কার পুতিনের

নৌ শক্তি দেখাল রাশিয়া

প্রকাশিত: ০৪:০৭, ১ আগস্ট ২০১৭

নৌ শক্তি দেখাল রাশিয়া

নৌবাহিনী দিবসে নৌ শক্তি দেখাল রাশিয়া। রবিবার ছিল রাশিয়ার নৌবাহিনী দিবস। বিশাল ভূখ-ের চারটি অঞ্চলে নৌ সমরসজ্জা প্রদর্শন করে মস্কো। নৌ দিবস উপলক্ষে রাশিয়া এর আগে কখনও এভাবে নৌবাহিনীর শক্তি প্রদর্শন করেনি। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এদিন বলেছেন, ‘রুশ সামরিক বাহিনীর বিজয় অভিযান থেকে রাশিয়াকে আলাদা করে দেখা সম্ভব নয়’। এএফপি, বিবিসি ও সিএনএন। সাইবেরিয়ার ভøাডিভস্টক শহর থেকে শুরু হয় নৌ দিবস পালনের আনুষ্ঠানিকতা। সেখানে রুশ নৌবাহিনীর বহুসংখ্যক নৌযান এবং প্রশান্ত মহাসাগরীয় বহরের সাবমেরিনগুলো অংশ নেয়। রাশিয়ার বাইরে ইউক্রেন এবং সিরিয়ায় তারতুসে রুশ সামরিক ঘাঁটিতে দিনটি উপলক্ষে নৌ সমরসজ্জা প্রদর্শিত হয়। সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত নৌবাহিনীর প্যারেডে রুশ নাবিকরা একটি সামরিক নৌযানে পিটার দ্য গ্রেট বোটের রেপ্লিকা নিয়ে কুচকাওয়াজে অংশ নেন। নৌ দিবসের প্রধান আয়োজনটি সেখানেই অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট পুতিন, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনীর কমান্ডার ইন চীফ ভøাদিমির কোরেলভ। তিনি ৫০টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ৪০টি বিমানের অংশগ্রহণে নৌ শক্তি প্রদর্শনী দেখেন। বাল্টিক, কৃষ্ণ সাগর, নর্দান ও প্যাসিফিক বহরের পাঁচ হাজারের বেশি নাবিক এই প্রদর্শনীতে যোগ দেন। পুতিন তার ভাষণে বলেন, রাশিয়াকে এর নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ বিজয়ের ইতিহাস থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। নৌবাহিনীর উন্নয়ন ও নতুন সাজে সজ্জিত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগামী বছর রুশ নৌবহরে আরও ৩০টি নৌযান সংযুক্ত হচ্ছে। এবারের নৌ দিবসের আনুষ্ঠানিকতা আগের সব নজির ছাড়িয়ে যায় বলে সামরিক বিশ্লেষক টাইলার রগোওয়ে মন্তব্য করেছেন। চীনের সশস্ত্র বাহিনীও এদিন বিশাল কুচকাওয়াজ করে। তিনি বলছেন, এসব ঘটনা মনে করিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে সামরিক প্রতিযোগিতা বেড়েছে। বাল্টিক সাগরে রুশ ঘাঁটি বাল্টিস্কেও নৌ দিবস উদ্যাপিত হয়। উত্তরের সেভেরোমরস্ক শহরেও দিবসটি উদ্যাপিত হয়। রাশিয়ার বাল্টিক নৌবহর সেখানে অবস্থিত। সেখানে নৌ সমরশক্তি প্রদর্শনীতে অংশ নেয় বিমানবাহী রণতরী এডমিরাল কুজনেৎসভ। এসইউ-৩৩ এবং মিগ-২৯কে-এর বাহক কয়েকটি রণতরী সম্প্রতি সিরিয়ায় সামরিক অভিযানে নিয়োজিত করা হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ নৌবহরও নৌবাহিনীর দিবসের অনুষ্ঠানে যোগ দেয় বলে রাশিয়া টুডে জানিয়েছে। রুশ নৌবাহিনীর প্রতিষ্ঠা ১৯৩৯ সালের ২৪ জুলাই। প্রতিবছর নৌ দিবস হিসেবে দিনটি পালিত হয়ে এলেও ১৯৮০ সাল থেকে জুলাই মাসের শেষ রবিবার দিনটি পালিত হচ্ছে। ৭৫৫ মার্কিন কূটনীতিক বহিষ্কার ॥ মার্কিন দূতাবাসের ৭৫৫ জন কর্মীকে রাশিয়া ছাড়তে হবে বলে ঘোষণা দিয়েছেন পুতিন। মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে পুতিন এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল শুক্রবার, কিন্তু পুতিন এবার তাদের সংখ্যাটি নিশ্চিত করলেন যাদের ১ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে রাশিয়া ছাড়তে হবে। এর মাধ্যমে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী সংখ্যা কমে ৪৫৫ জনে দাঁড়াবে, ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক মিশনেও একই সংখ্যক কর্মী নিয়োজিত আছেন। এটি সাম্প্রতিক ইতিহাসে কোন দেশ থেকে কূটনীতিক বিতাড়নের সবচেয়ে বড় ঘটনা। যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোর এ সিদ্ধান্ত ‘দুঃখজনক ও অযৌক্তিক’। ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে নিজের আওতাভুক্ত রাখতে ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করেছে, এই অভিযোগে সম্প্রতি দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ফের নিষেধাজ্ঞা আরোপ করছে।
×