ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্মেনিয়ায় যাচ্ছে ঢাকা ভার্সিটি মাইম এ্যাকশন সোসাইটি

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ জুলাই ২০১৭

আর্মেনিয়ায় যাচ্ছে ঢাকা ভার্সিটি মাইম এ্যাকশন সোসাইটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘লিওনিড ইয়েঙ্গিবারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’ উৎসবে অংশ নিতে সুদূর ইউরোপের আর্মেনিয়ায় যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন সোসাইটি। আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও ইয়েরেভান স্টেট প্যান্টোমাইম থিয়েটারের আমন্ত্রণে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের অন্যতম সম্মানজনক মূকাভিনয় উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মাইম এ্যাকশনের দুই সদস্যের টিম। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, আর্মেনিয়া, নাগার্নো কারাবাখ এবং বাংলাদেশের বাছাই করা মোট ১২টি দল। বর্ণাঢ্য এ উৎসবের অংশীদার হতে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান ও সংগঠনটির সদস্য সাইফুল্লাহ সাদেক। তারা আগামী ১৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন। উৎসবে প্রদর্শিত হবে মাইম এ্যাকশনের দর্শকপ্রিয় ও মীর লোকমানের নবম পূর্ণাঙ্গ একক প্রযোজনা ‘ওভারকাম’। ৪০ মিনিটের এ প্রদর্শনীতে ফুটে উঠবে সমসাময়িক বিশ্বের জীবন বাস্তবতা। ব্যক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্রিয়া-প্রক্রিয়ার দৃশ্য চিত্রায়িত হবে। প্রযোজনাটির গল্প ভাবনা ও নির্দেশনায় মীর লোকমান এবং আবহ সঙ্গীত ও আলোক প্রক্ষেপণে রয়েছেন সাইফুল্লাহ সাদেক। অনুভূতি ব্যক্ত করলেন মূকাভিনেতা মীর লোকমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশেনর ৬ বছরের পথচলায় এটি একটি বড় সাফল্য। দেশে যেমনÑ মূকাভিনয়ের ব্যাপক পরিচিতি দরকার তেমনি প্রয়োজন আন্তর্জাতিক পরিম-লের অভিজ্ঞতাও। আর ইউরোপ এ ক্ষেত্রে প্রধান জায়গা। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মূকাভিনয় শিল্পীরা অংশ নেবেন। তাদের সঙ্গে আমাদের ভাবে আদান-প্রদান হবে। আশা করছি, আমাদের মূকাভিনয় চর্চার জায়গাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এ উৎসবটি বিশেষ ভূমিকা রাখবে।
×