ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের সহকারী কোচ আশিক!

প্রকাশিত: ০৬:০৩, ১৬ জুলাই ২০১৭

জাতীয় দলের সহকারী কোচ আশিক!

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় খেলোয়াড়কে মোঃ আশিকউজ্জামানকে বাংলাদেশ জাতীয় হকি দলের সহকারী কোচ হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আশিক যেহেতু ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন, তাই এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার বরাবর আবেদন করে বাহফে আশিককে কয়েকদিনের ছুটি দিয়ে জাতীয় হকি দলের সঙ্গে কাজ করার জন্য আবেদন করেছে। বাহফের সাধারণ সম্পাদক আবদুস সাদেক স্বাক্ষরিত এই আবেদনপত্রে এইমর্মে আবেদন করা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১২-২২ অক্টোবর ২০১৭ইং পর্যন্ত ঢাকায় ১০ম এশিয়া কাপ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আপনার সংস্থার শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় মোঃ আশিকউজ্জামানকে জাতীয় হকি দলের ক্যাম্প পরিচালনার জন্য সহকারী কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। এমতাবস্থায় জাতীয় স্বার্থে মোঃ আশিকউজ্জামানকে আগামী ১৭ জুলাই হতে ২২ অক্টোবর ২০১৭ইং পর্যন্ত কর্তব্যজনিত ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’ বর্তমানে জাতীয় হকি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব হারুন। জানা গেছে, মাসখানেকের মধ্যে জাতীয় হকি দল ভারতে গিয়ে ৪-৫টি প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে। তারপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া গিয়ে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। এশিয়া কাপে অংশ নেবে দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান, ওমান ও বাংলাদেশ। দেশগুলোর মধ্যে শক্তিমত্তার নিরিখে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে। কোচ হারুনের লক্ষ্য এই আসরে বাংলাদেশের ষষ্ঠ স্থান লাভ করা। যদি সে লক্ষ্য পূরণ হয় তাহলে পরবর্তী এশিয়া কাপের বাছাইপর্ব না খেলে বাংলাদেশ সরাসরি মূলপর্বেই খেলতে পারবে। বড় জয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়ালটন ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ালটন আন্তঃ বিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (ফারাজ চ্যালেঞ্জ কাপ) শনিবার মোট ৫টি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় সাউদার্ন ইউনিভার্সিটি ৩-০ গোলে হারায় আইইউবি ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের ফাহিমউদ্দিন। দ্বিতীয় খেলায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ২-২ গোলে ড্র করে গণ ইউনিভার্সিটির সঙ্গে। ম্যাচসেরা হন সাউথ ইস্ট দলের মুনসুর। তৃতীয় খেলায় মুহিতের হ্যাটট্রিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৫-০ গোলের বড় ব্যবধানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে হারায়। এটি টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচসেরা হন হ্যাটট্রিকম্যান মুহিত। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটি ২-২ গোলে ড্র করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবং দিনের শেষ খেলায় ইউল্যাব ইউনিভার্সিটি ২-০ গোলে হারায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা হন জয়ী দলের গোলকিপার অভি।
×