ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘কবিতার খোঁজে’ শীর্ষক কবিতা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৪২, ১৩ জুলাই ২০১৭

‘কবিতার খোঁজে’  শীর্ষক কবিতা প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে তরুণ কবি ও কবিতা নিয়ে ‘কবিতার খোঁজে’। নবীন কবিদের উৎসাহ দিতে, তাদের কবিতা গুলো আবৃতির মাধ্যমে জনপ্রিয় করতে বিশিষ্ট আবৃতিশিল্পী নাজমুল আহসানের কন্ঠে প্রকাশিত হবে নির্বাচিত কবিতার আবৃতি এলবাম। কবিতা আবৃতিতে আরও কন্ঠ দেবেন মাসুম আজিজুল বাশার ও তামান্না সরোয়ার নীপা। প্রেম, দ্রোহ, স্বদেশ চিন্তায় তারুণ্যের উচ্ছ্বাস ও আবেগ নিয়ে তরুণ কবিদের কাছে স্বরচিত কবিতা আহ্বান করা হয়েছে। ভিন্নধর্মী এই আয়োজনে নবীন কবিদের তাদের নির্বাচিত ও প্রকাশিত অপ্রকাশিত দুটি করে কবিতা পাঠাতে বলা হয়েছে। ১০ জুলাই থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ৎধফরধফযশ@মসধরষ.পড়স এ নিজের লেখা কবিতা পাঠিয়ে অংশ নিতে পারেন আগ্রহীরা। নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো কবিতা থেকে বিশেষ জুরি বোর্ড বাছাই করবেন ২০ কবিকে। নির্বাচনের জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি কবি ও লেখকদের কবিতা বিবেচিত হবে। গ্রন্থ প্রকাশকালে লেখকের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। সম্প্রতি এলিফ্যান্ট রোডের সায়েরা সার্কেলে এক অনুষ্ঠানে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, আবৃতিশিল্পী রূপা চক্রবর্তী, অভিনেতা নিয়াজ মোহাম্মাদ তারিক, তাবেদারই রসুল চান্নু, আবৃতিশিল্পী নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, কেপিসি ইন্ডাস্ট্রির কর্ণধার কাজী সাজেদুর রহমান এবং ইভেন্ট সমন্বয়ক রাদিয়া আইএনসির প্রধান নির্বাহী সৈয়দ রবিউস সামস।
×