ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিকিম সীমান্তে ভারতের সেনা মোতায়েনের পর চীনা বিশ্লেষকের হুঁশিয়ারি

কাশ্মীরে ঢুকতে পারে চীনা সৈন্য

প্রকাশিত: ০৬:০৪, ১১ জুলাই ২০১৭

কাশ্মীরে ঢুকতে পারে চীনা সৈন্য

পাকিস্তানের অনুরোধে তৃতীয় কোন দেশের সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করতে পারে, চীনের একজন বিশ্লেষক এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক প্রধান সারতাজ আজিজের সমালোচনা করে একাধিক টুইট বার্তা দিয়েছেন। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। চীনা সেনাবাহিনীকে রুখে দিতে সিকিমের দোকলাম এলাকায় একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত। কারণ হিসেবে নয়াদিল্লী বলেছে, ভুটানের পক্ষে এ নির্মাণ কাজ করা হচ্ছে। ভারতের এ প্রকল্প নিয়ে চীনের সঙ্গে দেশটির এখন দ্বন্দ্ব দেখা দিয়েছে। চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডিয়ান স্টাডিজের পরিচালক লং জিয়াংচুন বলছেন, ভারত যে যুক্তি দেখিয়ে সিকিম সেক্টরে নির্মাণ কাজ শুরু করেছে একই রকম যুক্তি দেখিয়ে পাকিস্তানের অনুরোধে তৃতীয় কোন দেশের সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করতে পারে। তিনি বলছেন, ভারত যদি এটি ভুটানের অনুরোধেও করে থাকে, এটি অবিতর্কিত ভূখ-ে করা উচিত ছিল। বিতর্কিত ভূখ-ে এই প্রকল্প নেয়া উচিত হয়নি। অন্যথায় পাকিস্তানও একই কারণ দেখিয়ে কাশ্মীরের বিতর্কিত ভূমিতে তৃতীয় কোন দেশের সেনাবাহিনীকে আমন্ত্রণ করতে পারে। দোকলাম নিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এখন ভারতের ব্যাপক সমালোচনা করা হচ্ছে। বিষয়টি এতদিন ভারত ও চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এই প্রথম পাকিস্তান ও কাশ্মীরের নাম এলো এতে। ভুটানকে সহায়তার নামে ভারতীয় সৈন্যরা এখন চীনের দোকলাম অঞ্চলে অনুপ্রবেশ করেছে। এ নিয়ে চীন ও ভারতের মধ্যে তিন সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জায়গাটি ভারতীয়দের কাছে দোকলা এবং ভুটানীদের কাছে দোকলাম নামে পরিচিত। ভারত একে তাদেদর ডংলাং অঞ্চলের অংশ বিবেচনা করে থাকে। জম্মু ও কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীন-ভারত ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ২২০ কিলোমিটার পড়েছে সিকিমে। বেজিং ভিত্তিক সাময়িকী গ্লোবাল টাইমসে বিশেষজ্ঞদের মত তুলে ধরে বলা হয়েছে, দোকলাম ইস্যুটি নিয়ে চীন কেবল আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণেরই চেষ্টা চালাতে পারে। এই ইস্যুতে চীনের পক্ষে পশ্চিমা দেশগুলোকে কাছে পাওয়ার সম্ভাবনা কম। কারণ অনেক পশ্চিমা দেশ এখন ভারতের সঙ্গে ব্যবসা করছে। বিষয়টি নিয়ে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত যেতে পারে। জিয়াংচুন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো বা তাদের মিডিয়া এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও উল্লেখ করেছেন, ২০১৫ সালে চীন যখন প্রতিবেশী নেপালের ওপর বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপ করেছিল তখনও পশ্চিমা মিডিয়াগুলো বিষয়টি নিয়ে যথেষ্ট সরব হয়নি। সাম্প্রতিক আরও কিছু উদাহরণ টেনে জিয়াংচুন বলেছেন পশ্চিমা দেশগুলোর উচিত হবে না চীনের বাণিজ্যিক সক্ষমতা খাটো করে দেখা। যেমন চীনকে চাপে রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বা উত্তর কোরিয়া সদ্য সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, দোকলাম চীনের অংশ, ভারত ভুটানকে সহায়তা করার নামে সেখানে সৈন্য পাঠিয়েছে। তিনি প্রশ্ন রাখেন এখন একই কারণ দেখিয়ে পাকিস্তানের অনুরোধে চীন যদি কাশ্মীরে সৈন্য পাঠায় তবে পরিস্থিতি কোনদিকে গড়াতে পারে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মা’কে সেদেশে যাওয়ার জন্য ভিসা অনুমোদন না করায় ক্ষুব্ধ হয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, চিকিৎসার প্রয়োজনে পাকিস্তানী নাগরিকদের ভারতে আসার জন্য ভিসা অনুমোদন করা হয়। কিন্তু পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা দিচ্ছে না। কুলভূষণের মা অবান্তিকা যাদব সম্প্রতি ছেলেকে দেখার জন্য পাকিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয় সুষমা আজিজকে চিঠিও ইস্যু করেছেন। কিন্তু আজিজ সেই চিঠির জবাব না দেয়ায় তার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন সুষমা।
×