ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আনকাট ছাড়পত্র পেল ‘গহীন বালুচর’

প্রকাশিত: ০৩:৪৬, ১০ জুলাই ২০১৭

আনকাট ছাড়পত্র পেল ‘গহীন বালুচর’

স্টাফ রিপোর্টার ॥ বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। বুধবার সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। পরিচালক জানান, শূটিং ও সম্পাদনার কাজ শেষে বেশকিছু দিন হলো চলচ্চিত্রটি সেন্সরে জমা দেয়া হয়। রবিবার সেন্সর ছাড়পত্রর কাগজপত্র হাতে পেলাম। নিজের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রতিক্রিয়ায় সৌদ বলেন, খুব ভাল লাগছে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার প্রথম ছবি বিনা কর্তনে ছাড়পত্র পেল এটা আমার জন্য গর্বের। ছবি মুক্তির বিষয়ে পরিচালক জানান, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমাদের বসতে হবে, মিটিং করতে হবে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভাবতে হবে তার পর সিদ্ধান্ত হবে কবে মুক্তি পাচ্ছে এ সিনেমা। আশা করছি এ বিষয়ে এ মাসের ১৫ তারিখের মধ্যে একটা কিছু বলা যাবে। সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু বলেন, চলচ্চিত্রের মেকিং ও গল্পটা অসাধারণ লেগেছে আমার কাছে। আমার বিশ্বাস, দর্শকরাও ছবিটি পছন্দ করবেন। এ ছবির অভিনেত্রী রুনা খান বলেন, এর আগেও সৌদ ভাইয়ের নির্দেশনায় নাটকে কাজ করেছি। আর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সুবর্ণা আপা ও সৌদ ভাই দুজনই আমার অনেক পছন্দের মানুষ। সুবর্ণা আপার সঙ্গে এতে কাজের সুযোগ পেয়েছি এটা অভিনেত্রী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের। আমার খুব পছন্দের পরিচালকের মধ্যে সৌদ ভাই অন্যতম একজন। বরিশালের চরে আমরা শূটিং করেছি। চলচ্চিত্রে চর জায়গাকে কেন্দ্র করে দুটি পরিবারের গল্প থাকছে। সব হলে পৌঁছাতে পারলে সব দর্শকের দেখার মতো চলচ্চিত্রটি এটি। আমার বিশ্বাস, সকলে চলচ্চিত্রটি বেশ এনজয় করবে। এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেছেন লাক্স তারকা নীলা। তিনি বলেন, চলচ্চিত্রে আমার চরিত্রের নাম থাকছে নিশি। গ্রামের মেয়ের একটি চরিত্র। আমার বিপরীতে নবাগত তানভীর অভিনয় করেছেন। চরকেন্দ্রিক একটি প্রেমের গল্প আছে এ চলচ্চিত্রে। সরকারী অনুদানের এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা, রুনা খান, তানভির, মুন, নীলাসহ অনেকে। চলচ্চিত্রটি সহপ্রযোজনায় রয়েছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
×