ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঈদে দুটি চলচ্চিত্র ভাল ব্যবসা করেছে ॥ শাকিব

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জুলাই ২০১৭

ঈদে দুটি চলচ্চিত্র ভাল ব্যবসা করেছে ॥ শাকিব

স্টাফ রিপোর্টার ॥ ‘আমি তখন দেশের বাইরে। তবে এবার ঈদের চলচ্চিত্র মুক্তি নিয়ে বেশ জটিলতার কথা আমার কানে আনে। প্রথমে শুনলাম, একটি চলচ্চিত্রের আপত্তি নিয়ে কথা বলা হচ্ছে প্রিভিউ কমিটির নিকট। পরে জানতে পারি যে দুটি চলচ্চিত্রের কথা বলা হচ্ছে। অর্থাৎ ‘বস টু’র পাশাপাশি ‘নবাব’ চলচ্চিত্রের কথাও বলেছেন অনেকে। এটা জেনে আমি অবাক হয়েছিলাম। যাই হোক আমি আনন্দিত যে এবারের ঈদে দুটি চলচ্চিত্র ভাল ব্যবসা করেছে’।-এবার ঈদ-উল-ফিতরের চলচ্চিত্রের সফলতা নিয়ে এক গেট টুগেদার অনুষ্ঠানে এ কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গুলশানের এক রেস্তরাঁয় মঙ্গলবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, গাজী মাহবুব, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সেন্সর বোর্ডের সদস্য ও সাংবাদিক শাবান মাহমুদ, অভিনেতা শিবাসানু, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, রমিজ উদ্দিন, অভিনেতা নাদের চৌধুরী প্রমুখ। শুরুতেই গুণী নির্মাতা কাজী হায়াৎ বলেন, এবার ঈদে শাকিবের চলচ্চিত্রের সফলতা পেয়েছে। ৭১ বছর বয়স চলছে আমার। বলতে গেলে আমার মাথা থেকে পা পর্যন্ত চলচ্চিত্র। বর্তমানে চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান দ্রুত করা উচিত। দয়া করে চলচ্চিত্র শিল্পকে বাঁচান। তবে এবার ঈদে কোন চলচ্চিত্র দুটি সফলতা পেয়েছে শাকিব খানের বক্তব্যে তা পরিস্কার ছিল না। সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজনীতি‘ ও ‘নবাব’ চলচ্চিত্র দুটি দারুণভাবে ব্যবসায়িক সফলতা পেয়েছে। তিনি আরও বলেন, তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার আরেকটি চলচ্চিত্র ‘বস-২’ ও ভাল ব্যবসা করেছে। আর আমি নতুন চলচ্চিত্রের কাজে পরশু দেশের বাইরে যাব। তাই সকলকে নিয়ে একটা গেট টুগেদারের কথা ভাবলাম। আর আমার বিশ্বাস কিছু দিনের মধ্যে আমাদের চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। যারা সত্যিকারের চলচ্চিত্রের মানুষ তারা একত্রে কাজ করলে চলচ্চিত্রের উন্নয়ন করা সম্ভব। সস্প্রতি ফেসবুকে অভিনেত্রী নিপুণের কটাক্ষ মন্তব্যের প্রতি ইঙ্গিত করে শাকিব খান বলেন, ব্যক্তিগত স্বার্থে বা কারও দ্বারা প্রভাবিত হয়ে কেউ কিছু আমার বিরুদ্ধে বলুক তা আমার কাম্য না। এতে বরং তারই মানহানি হচ্ছে। আর আমি আমার মতো ভালভাবে কাজ করে যাব। কারণ কাজ দিয়ে দর্শকের মন জয় করা সম্ভব।
×