ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে কাতারী রিয়ালের লেনদেন বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৫:০২, ২ জুলাই ২০১৭

যুক্তরাজ্যে কাতারী রিয়ালের লেনদেন বন্ধ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যের লয়েডস ব্যাংকিং গ্রুপ কাতারী রিয়ালে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে। শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। ব্যাংকটির এক নারী মুখপাত্র জানান, লয়েডস ব্যাংক কাতারী রিয়ালে লেনদেন বন্ধ করেছে। ব্যাংকটির বিভিন্ন শাখায় এ মুদ্রা কেনাবেচার জন্য এখন থেকে আর পাওয়া যাবে না। মুখপাত্র আরও জানান, ব্যাংকটি বিদেশী মুদ্রার লেনদেন শাখার সরবরাহকারী তৃতীয় পক্ষ ২১ জুন থেকে কাতারী মুদ্রার লেনদেন বন্ধ করেছে। লয়েডস ব্যাংকের পাশাপাশি ব্যাংক অব স্কটল্যান্ড ও হ্যালিফ্যাক্স ব্যাংকও কাতারী মুদ্রায় লেনদেন বন্ধ করে দিয়েছে। কাতারের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার জানিয়েছে, কোন বিলম্ব ছাড়াই কাতারের ভেতরে লেনদেনের ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে। ব্যাংকটি আরও জানিয়েছে, কাতারের সব ব্যাংক ও বিদেশী মুদ্রা বিনিময় কোম্পানি স্বাভাবিক সময়ের মতো কাতারী রিয়ালে লেনদেনে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন মুদ্রা বিনিময় কোম্পানি কাতারী রিয়ালে লেনদেন বন্ধ করে দিয়েছে- এমন খবর বেশকয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ায় কাতারের কেন্দ্রীয় ব্যাংক এ বিবৃতি দেয়। বিবৃতিতে কাতারী রিয়ালে লেনদেন বন্ধের খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিদেশী মুদ্রা বিনিময় কোম্পানি ট্রাভেলেক্স বৃহস্পতিবার জানায়, সংক্ষিপ্ত বিরতির পর পুনরায় বৈশ্বিকভাবে কাতারী রিয়ালে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। চালের মজুদ ব্যবস্থাপনায় মনোযোগী সরকার অর্থনৈতিক রিপোর্টার ॥ চালের বাজার নিয়ন্ত্রণে দেরিতে হলেও মজুদ ব্যবস্থাপনায় মনোযোগী হয়েছে সরকার। এরই মধ্যে আমদানি শুল্কহার কমানো, ব্যবসায়ীদের জন্য বাকিতে এলসি খোলার সুযোগ এবং ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানির ঘোষণা দেয়া হয়েছে। সরকারের এমন উদ্যোগের পরও বাজারে এখনও এর প্রভাব পড়তে শুরু করেনি। চাল ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম কেজি প্রতি কমে আসবে অন্তত ৫ থেকে ৭ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের মজুদ ব্যবস্থাপনায় যে ঘাটতি ছিল তা মেটাতে দেরিতে হলেও সরব হয়ে উঠেছে সরকার। গত মঙ্গলবার চাল আমদানিতে শুল্কহার ২৮ শতাংশের পরিবর্তে তা ১০ শতাংশে নামিয়ে আনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এর পর বৃহস্পতিবার ভিয়েতনাম রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সাক্ষাত শেষে জানানো হয়, ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করা হচ্ছে; যা বাংলাদেশে আসবে ১৫ দিনের মধ্যে। এছাড়াও ব্যবসায়ীদের জন্য বাকিতে এলসি খোলার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
×