ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগে নারীদের রক্ষা

প্রকাশিত: ০৯:২৭, ১ জুলাই ২০১৭

প্রাকৃতিক দুর্যোগে নারীদের রক্ষা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নারীদের ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুযশ চাকমা। উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী মনিষা তালুকদার প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে প্রাকৃতিক দুর্যোগে কর্মকা- পরিকল্পনা এবং বাস্তবায়নের সময় লিঙ্গ, বয়স সম্প্রদায় ইত্যাদি বিষয় বিবেচনায় রাখা, দুর্গত এলাকায় প্রসূতি মায়েদের চিহ্নিত করা এবং তাদের দক্ষ ধাত্রীর সেবা পাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়। সড়ক কার্পেটিং উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির গৌরনদী-আগৈলঝাড়া উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৮ লাখ টাকা ব্যয়ে মাটির রাস্তা কার্পেটিংকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় সড়কের এক কিলোমিটার মাটির রাস্তা কার্পেটিংকরণ কাজের উদ্বোধন করেছেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম সিকদার, ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, সাবেক ইউপি সদস্য দুলাল ম-ল প্রমুখ। দিনাজপুরে ৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ ছাত্রী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ৬ দিনেও নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। দিনাজপুরের কাহারোল উপজেলার ভেলোয়া গ্রামের সন্তোষ কুমার রায়ের মেয়ে বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী রানী রায় প্রাইভেটে পড়ার উদ্দেশে বাড়ি থেকে ২৫ জুন বিকেলবেলা বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ওইদিনই শ্রাবন্তীর মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। ২৭ জুন শ্রাবন্তীর বাবা সন্তোষ কুমার রায় কন্যা নিখোঁজ হওয়ার ব্যাপারে বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে ৩০ বছর বয়সের একই উপজেলার রসুলপুর ইউনিয়নের বনোড়াগ্রামের মৃত অমুল্য চন্দ্র রায়ের ছেলে ঘনশ্যাম রায়ের বিয়ের আশীর্বাদ সম্পন্ন হয়েছে। ঘনশ্যাম ২৫ জুন বিকেলে নিজেই বাগদত্তা স্ত্রী শ্রাবন্তীকে বীরগঞ্জ উপজেলায় প্রাইভেট শিক্ষকের কাছে পৌঁছে দেন। পুলিশ জানায়, জিডি করার পর থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ডোমারে মাদকের আস্তানায় মা ছেলেসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে মা ও ছেলেসহ পাঁচ গাঁজা সেবনকারী ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডোমার পৌর এলাকার কলেজপাড়া হতে তাদের গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনÑ ছোট রাউতা কলেজপাড়া এলাকার মৃত করিম ফকিরের স্ত্রী আয়াতুন্নেছা (৬০), ছেলে আবুল কালাম, ওই এলাকার গাঁজাখোর লুৎফর রহমান, রেজাউল করিম ও নয়ন। সমুদ্র সৈকতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া নিখোঁজ ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এ্যান্ড কলেজের ছাত্র সুদীপ্ত দের লাশ তিনদিন পর পাওয়া গেছে। শুক্রবার সকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে তার মরদেহটি উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। মরদেহটি (পর্যটক) উদ্ধারের পর শনাক্ত করেন তার মামা সুমন পাল। সুদীপ্ত দে (১৭) রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে। কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দক্ষিণ রুমালিয়ারছড়ার শফিকুর রহমানের ছেলে মিনহাজুল আবেদীন ওরফে রকিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে খুরুশকুল কুলিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শূটারগান এবং তিন রাউন্ড গুলি।
×