ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় জনসচেতনা সৃষ্টিতে স্পাংকি রোড় শো

প্রকাশিত: ০২:০৩, ২৮ জুন ২০১৭

মাগুরায় জনসচেতনা সৃষ্টিতে স্পাংকি রোড় শো

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় জনসচেতনা সৃষ্টিতে স্পাংকি রোড় শো অনুষ্টিত হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ ক্যাম্পাস থেকে স্পাংকি ডাইভার্স নামে একটি সংগঠন এই রোড শোর আয়োজন করেন। ৫০টি মোটর সাইকেল রোড় শোটিতে অংশ নেয়। সমগ্র মাগুরা জেলা পরিভ্রমন করে। রোড শো অংশ গ্রহনকারীরা সড়কে মটরযানের সর্বচ্চ গতিসীমা ৬০কিমি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র ও দূর্যোগ কবলিতদের সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ের বক্তব্য সম্বলিত লিফলেট বিতরন করে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করেন। সংগঠনের সভাপতি আশরাকুল আলম সিজান জানান, ইদ উপলক্ষে জনসচেতনা সৃষ্টির জন্য এই রোড শোর আয়োজন করা হয়।
×