ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ২২:৫৪, ২৩ জুন ২০১৭

নীলফামারীতে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল সাড়ে ৭টায় শহরের চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক স¤পাদক হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবুজার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান উপ-সম্পাদক সজল কুমার ভৌমিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লিমন তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ স¤পাদক আমজাদ হোসেন প্রমুখ সহ আওয়ামীলীগের সকল সংগঠনের নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। অপর দিকে বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে দলীয় সুত্রে জানানো হয়।
×