ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লেজার ভিশনের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৭:১৮, ১৮ জুন ২০১৭

লেজার ভিশনের ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরাবরের মতো লেজার ভিশন এবারও বেশ কিছু অডিও এ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে। লেজার ভিশনের এবারের ঈদ আয়োজনে থাকছে বৈচিত্রতা। এ আয়োজনে দর্শক-শ্রোতারা বিভিন্ন ধারার গান দেখতে এবং শুনতে পারবেন। লেজার ভিশন জানিয়েছে এবারের ঈদ উপলক্ষে ৫ এ্যালবাম, ৯টি সিঙ্গেল ট্র্যাক এবং বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর এ্যালবাম ‘হৃদয়ে তুমি”। ফয়সাল রাব্বিকীনের কথায় এবং কাজী শুভর সুরে এ্যালবামটির সঙ্গীত আয়োজনে ছিলেন রাফি। এ্যালবামে মোট ৪টি রোমান্টিক ধাঁচের গান রয়েছে। এই এ্যালবামের একটি গানে সহশিল্পী ছিলেন পূজা। রেজাউর রহমান রিজভীর কথায় এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রাকিব মোসাব্বিরের একক অডিও এ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’। গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন রাকিব মোসাব্বির। এ্যালবামে মোট তিনটি মেলোডী ও রোমান্টিক গান রয়েছে। কন্ঠশিল্পী শাহরীদ বেলালের কন্ঠে গাওয়া আধুনিক একক অডিও এ্যালবাম ‘আর কত দুর’। এ্যালবামে মোট ৫ টি গান রয়েছে। শাহরীদ বেলাল, জাকির শেখ এবং সালেহ্ আহমেদ মনার কথায় এ্যালবামের গানগুলোর সুর করেছেন শাহরীদ বেলাল। গানগুলোর সঙ্গীত আয়োজনে ছিলেন রেজওয়ান শেখ। এই এ্যালবামের একটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন ফারাবি। এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশীর একটি গান ‘নীলিমা’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন জে কে। অজয় মিত্রের কথা, সুর ও সঙ্গীত আয়োজনে কন্ঠশিল্পী ঐশীর একটি গান ‘রঙের ঘুড়ি’। জনপ্রিয় কন্ঠশিল্পী সালমার একটি গান ‘হৃদয়ের নাও’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন সজীব দাস। আব্দুর রহমান বয়াতীর কথা ও সুরে জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশীর একটি গান ‘দে দে পাল তুলে দে’। ক্লোজআপ খ্যাত কন্ঠশিল্পী সাব্বির জামানের ‘ঢলে ঢলে’। গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া, সুর করেছেন মোঃ জিয়াউল কবির শুভ ও সাব্বির জামান এবং সঙ্গীত পরিচালনায় সাব্বির জামান। প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী শান্তর ‘সময়’। গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া, সুর করেছেন মুন এবং সঙ্গীত পরিচালনায় ইফতেখারুল লেনিন। জনপ্রিয় কন্ঠশিল্পী বাউল ফরহাদের ফোক গানের এ্যালবাম ‘বৈরাগী মন’। এ্যালবামে মোট ৫ টি গান রয়েছে। গানগুলোর কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাউল ফরহাদ এবং একটি গানের কথা ও সুর করেছেন কবির সরকার। সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী তানজিন মিথিলার আধুনিক গানের এ্যালবাম ‘মন রে’। এ্যালবামের গানের কথা ও সুর করেছেন তানজিন মিথিলা এবং সঙ্গীত পরিচালনা করেছেন জেড এইচ বাবু। এ্যালবামে ৬ টি গান রয়েছে । এর মধ্যে ৪টি গানে সহশিল্পী হিসেবে ছিলেন কাজী শুভ, এফ এ সুমন, অয়ন চাকলাদার এবং ক্লোজআপ খ্যাত কন্ঠশিল্পী রাজিব। জনপ্রিয় কন্ঠশিল্পী প্রতীক হাসানের ‘মন জানে’। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূঞা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান। জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খানের ‘যাবে যদি চলে’। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূঞা এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান। জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর ‘রঙের দুনিয়া’। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূঞা, সঙ্গীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু, সুর করেছেন মুরাদ নূর। এছাড়া জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর ‘ভালবাসি কতটা’ ভিডিওটির মডেল হয়েছেন আরিফাত ও অপূর্ব । ভিডিওটি নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। জনপ্রিয় বেলাল খানের ‘তোমার কি একটা বিকেল হবে’ ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী। জনপ্রিয় কন্ঠশিল্পী রাকিব মোসাব্বিরের ‘তুমি এসেছিলে’ ভিডিওটির মডেল দ্বিপ ও তৃষ্ণা এবং ভিডিওটির নির্মাতা রাকিব মোসাব্বির। জনপ্রিয় কন্ঠশিল্পী সাব্বির জামানের ‘ঢলে ঢলে’, ভিডিওটির মডেল রেহানা জামান এবং ভিডিওটির নির্মাতা সাব্বির জামান। প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী শান্তর ‘সময়’ ভিডিওর মডেল মিতি ও আলিফ । ভিডিওটির নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও প্রিয়াংকার ‘ভাসি ডুবি’ ভিডিওটির নির্মাতা সৈকত রেজা। সবগুলো গানের মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেল লেজার ভিশন মিউজিক এ প্রকাশিত হয়েছে।
×