ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টিভি বিক্রির বাড়ছে ওয়ালটনের

প্রকাশিত: ০৩:৫৯, ৭ জুন ২০১৭

টিভি বিক্রির বাড়ছে ওয়ালটনের

চলছে রমজান। অফিস টাইমে এসেছে পরিবর্তন। কমে এসেছে অফিসের কর্মঘণ্টা। বাইরে গরম। মানুষ ঘরেই বেশিরভাগ সময় কাটাতে পারছেন। এদিকে ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেট উৎসব। আসছে ঈদ। ফলে বিনোদন পিপাসুদের কাছে বেড়েছে টেলিভিশনের কদর। আর এ উপলক্ষ্যে বেড়েছে ওয়ালটনের টেলিভিশন বিক্রি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ওয়ালটন প্লাজায় টেলিভিশন কিনতে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মারুফ রায়হান। তিনি বলেন, রমজানে অফিস শেষ হচ্ছে তাড়াতাড়ি। এদিকে বিকেল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির খেলা। মাশরাফি-সাকিবদের ভক্ত মারুফ বাংলাদেশের খেলা মিস করতে চান না। তাই বাসায় পুরনো সিআরটি টিভি থাকলেও একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনতে এসেছেন। ‘আমি শুনেছি, দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এলইডি টিভি অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চমানসম্পন্ন এবং দামেও সাশ্রয়ী। তাই ওয়ালটন থেকেই কিনলাম।’ -অর্থনৈতিক রিপোর্টার ১১ মাসে এডিপির বাস্তবায়ন ৬৫ শতাংশ চলতি ২০১৬-১৭ অর্থবছরের ১১ মাসে (মে মাস পর্যন্ত) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (আরএডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬২ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এডিপির বাস্তবায়ন ৩ শতাংশ বেশি হয়েছে। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন। উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের এডিপির আকার ছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। পরে তা সংশোধন করে ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। মন্ত্রী জানান, এবার মে মাস পর্যন্ত ১১ মাসে ব্যয় হয়েছে মোট ৭৭ হাজার ২০৪ কোটি টাকা। গতবার একই সময়ে ব্যয় হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা। মন্ত্রী বলেন, আশা করছি এডিপির কাক্সিক্ষত বাস্তবায়ন সম্ভব হবে। Ñস্টাফ রিপোর্টার
×