ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রমজানে সিডি চয়েসের এক গুচ্ছ এ্যালবাম

প্রকাশিত: ০৩:৪০, ৫ জুন ২০১৭

রমজানে সিডি চয়েসের এক গুচ্ছ এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ মাহে রমজান উপলক্ষ্যে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে বেশ কিছু ইসলামী মৌলিক গান, হামদ্ নাত, গজল ও কোরআন তেলাওয়াতের এক গুচ্ছ এ্যালবাম। এই এ্যালবামগুলোতে বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি বিখ্যাত প্রবীণ শিল্পীরাও গেয়েছেন। এ্যালবামগুলোর মধ্যে কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। শ্রোতারা সিডি চয়েসের ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলমিক চয়েসে এই এ্যালবামের গানগুলো শুনতে ও দেখতে পাবেন। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত এ্যলবামগুলো মধ্যে রয়েছে মৌলিক ইসলামী গানের এ্যালবাম ‘জিকির’। এ্যালবামের শিল্পী ইয়াসমীন মুশতারী, ফাতেমাতুজ্ জোহরা ও নওশীন লায়লা। গানের কথা লিখেছেন মোসা হক। সঙ্গীতায়োজনে শেখ মিলন। রবিউল ইসলাম জীবনের কথায় ও কাজী শুভর কণ্ঠে ইসলামী একক গান ‘আল্লাহু আল্লাহ্’। রবিউল ইসলাম জীবনের কথায় ও মিলনের কণ্ঠে ইসলামী একক গান ‘তুমি আমার প্রার্থনা’। লিয়াকত আলী বেলালীর কণ্ঠে ইসলামী গানের এ্যালবাম ‘আমি যদি পাখি হতাম’। গানের কথা লিখেছেন লিয়াকত আলী বেলালী ও মাসুদ আহমেদ। ইসলামী আরবী গানের এ্যালবাম ‘ইয়া নবী আল্লাহ্’। শিল্পী ওবায়দুর রহমান। ইসলামী নজরুল সঙ্গীত ‘তোরা দেখে যা আমিনা’। গীতিকার কাজী নজরুল ইসলাম। কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান, ইশরাক হোসেন ও বাপন। নজরুল ইসলামের কণ্ঠে ইসলামী হামদ্ নাতের এ্যালবাম ‘তৌহিদেরই মুর্শিদ আমার’। গীতিকার কাজী নজরুল ইসলাম। ইসলামী নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘যেদিন লবো বিদায়’। গীতিকার কাজী নজরুল ইসলাম। শিল্পী ওবায়দুর রহমান। ইসলামী নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’। শিল্পী নুসরাত কুমকুম। ওবায়দুর রহমানের তেলাওয়াতে ১৩টি সূরার কুরান তিলাওয়াতের এ্যালবাম। বাংলা তরজমায় শাহনেওয়াজ দিপু।
×