ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলা নয় ॥ প্রেসিডেন্টের মুখপাত্র

ম্যানিলায় ক্যাসিনোতে গুলি, অগ্নিসংযোগ ॥ ৩৬ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৯, ৩ জুন ২০১৭

ম্যানিলায় ক্যাসিনোতে গুলি, অগ্নিসংযোগ ॥ ৩৬ জনের মৃত্যু

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনো ও হোটেল কমপ্লেক্স থেকে শুক্রবার সকালে অন্তত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে মুখোশ পরা এক বন্দুকধারী বৃহস্পতিবার রাতে গুলি চালায়। পরে ওই বন্দুকধারী নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। খবর বিসিসি, সিএনএন ও এএফপির। কর্মকর্তারা জানান, ক্যাসিনো টেবিলের আগুনের বিষাক্ত ধোঁয়ায় বেশিরভাগ লোক মারা গেছে। বন্দুকধারীর জাতীয়তা এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা হোটেলের ক্যাসিনোতে ঢুকে এক বন্দুকধারী প্রথমে সারি বেঁধে রাখা টিভি মনিটরে গুলি চালায়। পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে রিসোর্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয় এবং কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অন্য কারও হতাহত না হওয়ার খবর দেয়। কিন্তু সকালে ক্যাসিনো কমপ্লেক্সের ভেতর থেকে ৩৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বিষাক্ত কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে। কারণ ওই বন্দুকধারী ক্যাসিনোর টেবিলগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছিল। কর্মকর্তারা জোর দিয়ে ঘটনাটিকে একটি ডাকাতি চেষ্টা বলে জানিয়েছেন। যার সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) বা কোন সন্ত্রাসের সম্পৃক্ততা নেই। ম্যানিলা পুলিশ বলছে, এটি সন্ত্রাসী হামলা নয়, বরং ডাকাতি চেষ্টা বলেই তারা প্রাথমিকভাবে মনে করছে। ওই ক্যাসিনো থেকে ৫০ জনেরও বেশি লোককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সাউদার্ন পুলিশ ডিস্ট্রিক্ট ডিরেকটর সুপারিনটেনডেন্ট টমাস এ্যাপোলিনারিও জানান, কেউই গুলিতে নিহত হননি বরং শ্বাসরোধ হয়ে মারা গেছেন। যাদের অধিকাংশই নারী। তারা গোসলখানায় মৃত অবস্থায় পড়ে ছিলেন।
×