ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

আলোচিত প্রসূন আজাদ

প্রকাশিত: ০৬:৫০, ১ জুন ২০১৭

আলোচিত প্রসূন আজাদ

সেই ছোটবেলা থেকে দর্শক কত ভাবে, কত রূপে দেখে আসছে তাকে । নতুন কুঁড়ির শিশু শিল্পী থেকে লাক্স চ্যানেল আই সুপার স্টার এর প্রথম রানার আপ। এরপর একই সঙ্গে দুই সিনেমার নায়িকা। ‘অচেনা হৃদয়’ ‘সর্বনাশা ইয়াবা’ প্রসূন আজাদ অভিনীত প্রথম সিনেমা। চলচ্চিত্রের সুবাদে প্রসূনের পরিচয় রুপালি পর্দার বড় নায়িকা। অবশ্য অল্প সময়ে তার পরিচিতি ছোট বড় দুই পর্দাতেই সমান। একাধিক সফল সিনেমা এবং বেশ কিছু জনপ্রিয় টিভি নাটক, প্রসূনের ক্যারিয়ারকে বেশ উজ্জ্বল করেছে। বছরখানেক আগে এক অনাকাক্সিক্ষ ঘটনায় এক বিব্রতকর পরিস্থিতি মধ্যে। তিনি পরে যান, যা প্রসূনের মনে এক নেতিবাচক আবেশের জন্ম দেয়। সম্প্রতি এই আলোচিত অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ কথা হয় আনন্দ কণ্ঠের সঙ্গে। প্রথমে কেমন আছেন প্রসূন? জী ভাইয়া ভাল। কি করছেন বা কি নিয়ে ব্যস্ত আছেন? উত্তর, ‘ভোলা’ সিনেমার কাজ করছি, সিনেমার নায়ক এবং কাহিনী সম্পর্কে বলুন, নায়ক বাপ্পী চৌধুরী। ভোলার গল্প ঢাকার জীবন যাপন কেন্দ্রিক, তবে এই গল্পে অতীত বর্তমানের একটি যোগ সংযোগ রয়েছে। বর্তমান ঢাকার অভিজাত এলাকার নাম গুলশান। এক সময় এই এলাকার নাম ছিল ভোলা। অতীতে ভোলার রূপ, মানুয়ের গল্প এবং বর্তমান গুলশানের জীবন যাপন, এই নিয়ে ভোলার গল্প। কাজ কত খানি শেষ করেছেন? তা প্রায় আশি ভাগ! ‘ইউর্টান’ ‘মুসাফির’ সিনেমার পর এত লম্বা বিরতি? আমি আসলে বেশ লম্বা সময় কাজের মধ্যে ছিলাম না। ভোলার চলচ্চিত্রের মধ্যদিয়ে আবার ফিরলাম। যতদূর জেনেছি অনাকাক্সিক্ষত এক ঘটায় আপনি এক বছর টিভি নাটক করছেন না বা করতে পারছেন না। এ সম্পর্কে আপনার এখন কার মতামত বলুন। দেখন বিষয় যেটা ঘটেছে তা আপনাদের জানা। এটা ছিল আমার অভিনয় জীবনে সব থেকে অনাকাক্সিক্ষত ঘটনা। আমাকে দিয়ে কেউ নাটকে অভিনয় করাবেন, আমি একজন অভিনেত্রী আমার জন্য এই কাজ তো স্বাভাবিক। কিন্তু নাটকের সেটে আমার উপস্থিতি এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি যার সঙ্গে হয়েছে তার থেকে বেশি কৌতূহল ছিল তৃতীয় পক্ষের। বলতে গেলে এ ঘটনায় তৃতীয় পক্ষ বেশি লাভবান হয়েছে। আমি যে মোটেই জিতিনি তা কিন্তু নয় । আমারও যথেষ্ট শিক্ষা হয়েছে। ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনে আমি অনেক বেশি সচেতন হয়েছি। এই দিক থেকে আমার বেশ ভাল হয়েছে। আর একটা কথা যার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি অর্থাৎ রোকেয়া প্রাচী তিনি কিন্তু আমার আন্টি হন। ওনার হ্যাজব্যান্ড ছিলেন আমার মায়ের কলিগ তো ওনার সঙ্গে যা ঘটেছে তা পুরোটাই অনাকক্সিক্ষত। ডিরেকর্টস গিল্ডের দেয়া সময় আর কত বাকি? তা এখনও পাঁচ মাস। নাটকের জন্য কোন কাজ করছেন? আপাতত না তবে করব। তবে সিনেমায় আমার বেশি মনোযোগ। আমি সিনেমায় বেশি বেশি কাজ করতে চাই। সম্প্রতি আমাদের চলচ্চিত্র পাড়ায় সিনেমা বহির্ভূত যে সব কর্মকা- ঘটছে এ বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? যা ঘটছে তা সত্যই অনাকাক্সিক্ষত। ঘরের বিষয়গুলো আপনি নিশ্চই বাইরে আনবেন না বা আনতে পারেন না, তেমনি আমাদের ইন্ডাস্ট্রির ভেতরের বিষয়গুলো যেভাবে বাইরে চাউর হচ্ছে তা সত্যই দুঃখজনক। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এ সব বিষয় খুবই অমঙ্গলজনক। ভবিষ্যতে কী করার ইচ্ছা? সিনেমায় বড় পর্দায় নিজেকে খুব ভালভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনার অভিনীত নাটক সম্পর্কে বলুন। প্রসূন, আমি বেশ ভাল ভাল গল্পের নাটকে অভিনয় করেছি এ মুহূর্তে ‘নীল পরী নিলঞ্জনা’ ‘কেন মেঘ আসে’ ‘কাগজের ক্যামেরা’ বিপাশা হায়াতের রচনা এবং তৌকীর আহমেদের পরিচালনায় নাটক ‘চিঠি’। অনিমেষ আইচের ‘একটি মৃত্যুর স্বপ্ন’ চয়নিকা চৌধুরীর নাটক ‘টকোটিভ’ এই মহূর্তে তৌকীর আহমেদের টেলিছবি ‘সোনালি রৌদের রং’ এ ছাড়াও অনেক ভাল গল্পের নাটকে কাজ করেছি যা এখন মনে পড়ছে না। ভোলা ছাড়া অন্য কোন সিনেমের খবর? হ্যাঁ ‘মৃত্যুপুরী’ সিনেমার কাজ বেশ আগে শেষ করেছি। মৃত্যুপুরীর নায়ক কে ? আরিফিন শুভ আর পরিচালনা করেছেনু জাহিদ রেজয়ান। মৃত্যুপুরীর গল্প ভাল। সিনেমার শূটিং হয়েছে ঢাকা এবং অষ্ট্রেলিয়ার সিডনিতে। ২০১৫ সালের শেষের দিকে সিনেমার কাজ শেষ করি কিন্তু এখনও কেন যে রিলিজ ডেট পাচ্ছে না বুজতে পারছি না। আসছে ঈদে কোন নাটক ? আপাতত তেমন কোন সিদ্ধান্তে হয়নি। প্রসূন আজাদ স্পষ্ট ভাষী । ছোটবেলা থেকে নিজের ইচ্ছা অনইচ্ছার গুরুত্ব তিনি বোঝেন। যে কারণে কখনও ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ তাকে দিয়ে করানো যায়নি। বুঝে কথার উত্তর দেন। ব্যক্তিগত জীবনে লেখা লেখিতে বেশ আগ্রহ। নিজে একটা বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন । এ প্রসঙ্গে আক্ষেপ করে বলেন, আমার আসলে হয়েও হয়ে ওঠে না তবে হ্যাম লাক নিয়ে একটা বই এবার লিখবে।
×