ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় ‘চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার’ ঘোষণা

প্রকাশিত: ০৭:১৮, ৩০ মে ২০১৭

কেন্দুয়ায় ‘চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার’ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার-২০১৭ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক রহমান জীবন পুরস্কারের জন্য মনোনীত সাহিত্যিকের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য হাবিব-আল-আজাদকে প্রথম ‘চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার-২০১৭’ দেয়া হবে। আগামী ১৫ নবেম্বর আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট, অর্থমূল্য তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা আব্দুল হেলিম বয়াতী, মির্জা রফিকুল হাসান ও সাংবাদিক-নাট্যকার রাখাল বিশ্বাস প্রমুখ।
×