ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভর্তুকি মূল্যে চট্টগ্রাম চেম্বারের ভোগ্যপণ্য সরবরাহ

প্রকাশিত: ০৬:২৬, ২৮ মে ২০১৭

ভর্তুকি মূল্যে চট্টগ্রাম চেম্বারের ভোগ্যপণ্য সরবরাহ

পুরো রমজান মাসজুড়ে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ করবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার চেম্বার হাউসের সম্মুখে এ কার্যক্রম উদ্বোধনকালে চেম্বার সভাপতি বলেন, সাধারণ মানুষ যাতে সহনীয় পর্যায়ে ভোগ্যপণ্য কিনতে পারে সে জন্য চেম্বারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে ভোগপণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিকেজি আতপ ও সিদ্ধ চাল ২৮ টাকা এবং চিনি কেজিপ্রতি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস বিনিয়োগ আকর্ষণে উত্তর কোরিয়ায় বাণিজ্যমেলা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালের মাঝেই বিদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উত্তর কোরিয়ায় আয়োজন করা হয়েছে বাণিজ্যমেলার। উদ্যোক্তাদের আশা, এর মাধ্যমে বাড়বে ব্যবসার গতি। পারমাণবিক পরীক্ষার জেরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝে উত্তর কোরিয়া। তারপরও নিরন্তন চেষ্টা ব্যবসার গতি বাড়ানোর। পিয়ংইয়ং আন্তর্জাতিক বাণিজ্যমেলা তাই পরিণত হলো দেশ-বিদেশের ব্যবসায়ীদের মিলনমেলায়। বৈদ্যুতিক যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, ওষুধ, খাবার ও নিত্যপণ্যের পসরা বসেছে এখানে। উত্তর কোরিয়াকে ঘিরে থাকা দেশগুলোর পাশাপাশি আফ্রিকা থেকেও ব্যবসায়ীরা এসেছেন। নতুন বাজার খোঁজা ও কোরিয়ো পণ্যের চাহিদায় স্থানীয় ব্যবসায়ীরাও খুশি। আর বিদেশী ব্যবসায়ীরাও বাজার দখলের চেষ্টায় ব্যস্ত। ১৯৯৮ সাল থেকে চলে আসছে এ পণ্যের মেলা। এ বছর ১০টি দেশের ২৩০টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×