ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার মেডিকেল কলেজের কর্মচারীদের বেতনের টাকা আত্মসাৎ

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ মে ২০১৭

কক্সবাজার মেডিকেল কলেজের কর্মচারীদের বেতনের টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে কর্মচারীদের বেতনের বিপুল টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আউটসোর্সিং কর্মচারীদের জন্য জেলা হিসাবে রক্ষন অফিস থেকে জন প্রতি মাসে বেতন উত্তোলন করা হয়েছে ১৪হাজার ৪৫০ টাকা হারে। কিন্তু তাদের দেয়া হয়েছে ৯ হাজার টাকা হারে। সে হিসেবে ৮ মাসে প্রায় ১৯ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করা ছাড়াও তাদের কাছ থেকে ২০ হাজার টাকা কোন রশিদ ছাড়া জামানত কেটে রাখা হয়েছে। ভুক্তভোগিদের দাবি তাদের নিয়োগকারী প্রতিষ্টান গাউসিয়া, এবং মেডিকেল কলেজের হিসাব রক্ষক এবং কয়েক জন কর্মচারী মিলে এসব টাকা আত্মসাৎ করেছে। প্রতিবাদ করলে চাকরী থাকবে না বলে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রেজাউল করিম বলেন, আউটসোর্সিং কর্মচারী এখানে নয়, পুলিশ সুপার, ডিসি অফিস সহ সব জায়গায় আছে, আমি সব্রা চেয়ে বেশি বেতন দিয়েছি। টাকা কম দেয়ার ব্যাখা চেয়ে ঠিকাদারী প্রতিষ্টানকে নোটিশ দেয়া হয়েছে।
×