ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভ্যাটের সুষ্ঠু সমাধান চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:৫০, ২৫ মে ২০১৭

ভ্যাটের সুষ্ঠু সমাধান চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ভ্যাট আইন নিয়ে সুন্দর ও সুষ্ঠু সমাধান চান ব্যবসায়ীরা। এজন্য ভ্যাট আদায়ে ব্যবসায়ী ও ভোক্তা শ্রেণীকে আরও বেশি প্রণোদনা এবং সচেতন করে গড়ে তুলতে হবে। বুধবার ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বিষয়ে সচেতনতাবিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ডেপুটি ভ্যাট কমিশনার তাছমিনা হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার মইনুর রহমান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে খান মোহাম্মদ বিলাল বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও কাস্টমস বিভাগ। এই দুটি বিভাগের সকল কর্মকর্তারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, দেশকে ভালবাসতে হলে আমাদের সবাইকে ভ্যাট দিতে হবে। কারণ পদ্মা সেতুসহ দেশের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে রাজস্বের ওপর ভিত্তি করে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ব্যবসায়ী ও ভোক্তাশ্রেণীর মধ্যে ভুল বুঝাবুঝি কমবে বলে তিনি জানান। ১৯৯১ সালের পর দেশে ভ্যাট আইনের বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন কয়েকগুণ বেড়ে যেত। ড. একেএম নুরুজ্জামান বলেন, ভ্যাট দিলে এ সুবিধা সবাই পাবে। একজন ব্যক্তি ভ্যাট দেবে দেশ গঠনের জন্য, দেশের উন্নয়নের জন্য। আমরা স্বচ্ছ, সুন্দর কর ব্যবস্থা সৃষ্টি করতে চাই। আমাদের মধ্যম আয় ও উন্নত রাষ্ট্রে যেতে হলে রাজস্ব ভা-ারে রাজস্ব বৃদ্ধির কোন বিকল্প নেই বলেও জানান তিনি। এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার মঈনুর রহমান জুয়েল বলেন, ব্যবসায়ীদের সমস্যা অনেক। তারপরও আমরা ঝামেলামুক্ত হয়ে সরকারকে ভ্যাট দিতে চাই। আমরা আশা করছি সরকার ভ্যাটের বিষয়ে সুন্দর সমাধান দিবেন। ডেপুটি ভ্যাট কমিশনার তাছমিনা হোসেন বলেন, অনলাইনে ভ্যাট নিবন্ধন করতে একজন ব্যবসায়ীর সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে। ব্যবসায়ীরা তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তাদের সহযোগিতার জন্য ভ্যাট নিবন্ধন সার্ভিস সেন্টার, ভ্রাম্যমাণ মোবাইল ভ্যানসহ যে কোন প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সহযোগিতা করবেন।
×