ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কাউটসের আইসিটি ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ মে ২০১৭

স্কাউটসের আইসিটি ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ মহাতাঁবু জলসায় জমকালো সাংস্কৃতিক আয়োজনে বগুড়ার নেকটারে পাঁচদিনব্যাপী ‘দ্বিতীয় আঞ্চলিক আইসিটি ক্যাম্প ২০১৭’-এর ডিজিটাল ক্যাম্পফায়ার শেষ হয়েছে। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত ১৮-২২ মে পাঁচদিনব্যাপী এই আয়োজনে ১২টি চ্যালেঞ্জে রোভার স্কাউটরা অংশ নেয়। এই আয়োজনে রোভারদের কম্পিউটারের বেসিক ধারণা, ডিজিটাল হাইকিং এ্যান্ড এ্যাওয়ারনেস প্রোগ্রাম অন আইসিটি আরও অন্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আইসিটি ক্যাম্পের চতুর্থ দিন রোভার স্কাউটরা সকালবেলা অজানার উদ্দেশে গমন করে। এদিন সারাদেশ থেকে আসা রোভার স্কাউটরা মহাস্থানগড়ে পৌঁছে। রাতে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র (নেকটার) বগুড়ার কনফারেন্স হলে মহাতাঁবু জলসার ডিজিটাল ক্যাম্পফায়ার অনুষ্ঠিত হয়। মহাতাঁবু জলসার উদ্বোধন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক মীর মোঃ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন বগুড়া জেলা রোভারের সহসভাপতি এবং সরকারী আজিজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ অধ্যাক্ষ মোঃ সামস্-উল আলম। বক্তব্য রাখেনÑ নেকটার বগুড়ার পরিচালক উপসচিব এসএম ফেরদৌস আলম, সরকারী শাহ্ সুলতান কলেজ বগুড়ার অধ্যক্ষ অধ্যক্ষ এজাজুল হক, কারিগরি শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক কেএমএএম সোহেল, দ্বিতীয় আঞ্চলিক আইসিটি ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ ফজলে রাব্বী এবং বগুড়া জেলা রোভারের সম্পাদক আবদুস ছামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন নাজলী। অতিথিদের বক্তব্যের মাঝে সাংস্কৃতিক আয়োজনে ওয়াইফাই, এ্যাপস এবং ল্যান সাবক্যাম্পের রোভার স্কাউটরা ৯টি উপদলে বিভক্ত হয়ে দলীয় গান, কাওয়ালি গান, দেহতাত্ত্বিক গান, দলীয় নৃত্য এবং আইসিটির ওপর সচেতনতামূলক তাৎক্ষণিক নাটিকা পরিবেশন করে। ক্যাম্পের সমাপনী দিন সোমবার অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ক্যাম্প চীফ ফজলে রাব্বী। অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের ডেপুটি ন্যাশনাল কমিশনার (প্রশিক্ষণ) মোঃ নুরুল ইসলাম, রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক কেএমএএম সোহেল, অধ্যক্ষ বেলাল হোসেন, অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন নাজলী, নেকটারের প্রশিক্ষক মাহমুদুর রহমান, ক্যাম্প কর্মকর্তা অধ্যক্ষ আবদুল ওয়াহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা রোভারের আরএসএল প্রতিনিধি হারুনুর রশিদ। সারাদেশের ২৯টি জেলার দুই শতাধিক কর্মকর্তা, রোভার, গার্ল-ইন রোভার এবং স্বেচ্ছাসেবক অংশ নেয়।
×