ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে বাজেটে প্রণোদনা চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:১২, ২১ মে ২০১৭

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে বাজেটে প্রণোদনা চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে মান অনুযায়ী ভ্যাট আরোপ, রেয়াতি ও সহজশর্তে ঋণ সুবিধা এবং বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আর এবার বাজেটে দেশের অভ্যন্তরে চাহিদা মেটানো শিল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বৃহৎ শিল্প উন্নয়নের প্রথম স্তর লাইট ইঞ্জিনিয়ারিং খাত। আশির দশকের পর সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠলেও অন্যান্য শিল্পের তলনায় এখনও পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এ খাত। বিংশ শতাব্দীর শুরু থেকেই এ খাত থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ক্রমান্বয়ে রফতানি আয় বাড়লেও বাড়েনি এ খাতে ব্যবসাবান্ধব সুযোগ-সুবিধা। ব্যবসায়ীরা বলেন, ‘ব্যাংকঋণ চেষ্টা করলে হয়ত পাব কিন্তু তাদের তো উচ্চহারে সুদ দিতে হবে। সুদ দিয়ে ব্যবসা করে আমাদের পোষাবে না। আমাদের এজন্য যে জায়গা বরাদ্দের কথা ছিল তা এখনও বাস্তবায়ন হয়নি।’ আসন্ন বাজেটে এ শিল্প উন্নয়নে রেয়াতি সুবিধা, ফিনিশিং পণ্যের ওপর করারোপ মওকুফ এবং কাঁচামাল আমদানিতে ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি। বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘১০০ টাকার পণ্যে আপনাকে ১৫ টাকা ভ্যাট দিতে হবে। আর না দিতে পারলে ব্যবসা বন্ধ করে বাসায় চলে যান- এ হলো অফিসিয়াল ভাষার ধরন।’ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বৃহৎ শিল্পের সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে এফবিসিসিআইর নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ মে ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন এফবিসিসিআই-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ। শনিবার বিকেল ৩টায় নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনের নেতৃত্বে এফবিসিসিআই-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০১৭-১৯ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এফবিসিসিআই পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক রেজাউল করিম রেজনু ও গোলাম আশফিয়াসহ অন্য পরিচালকগণ সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এফবিসিসিআই নেতৃবৃন্দ সেখানে ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করেন। এছাড়া, গোপালগঞ্জ ও পাবনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিবেদিতে পৃথকভাবে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
×