ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিন তালাক প্রথা সবচেয়ে খারাপ ও অবাঞ্ছিত

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মে ২০১৭

তিন তালাক প্রথা সবচেয়ে খারাপ ও অবাঞ্ছিত

মুসলমানদের বিবাহ বিচ্ছেদে তিন তালাক সবচেয়ে খারাপ ও অবাঞ্ছিত প্রথা বলে মন্তব্য করেছে ভারতীয় সুপ্রীমকোর্ট। তবে তারা কোন সিদ্ধান্ত দেয়নি। প্রাথমিকভাবে ছয়দিন ধরে শুনানি চলবে বলে ঠিক হয়েছে। এখনও তিন তালাকের সমর্থনকারী মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আইনজীবীরা জেরা করেননি। দেশটির এ্যাটর্নি জেনারেলও এখনও তিন তালাকের বিরোধিতা শুরু করেননি। তার আগে তিন তালাক নিয়ে সাংবিধানিক বেঞ্চের মন্তব্যে মোদি সরকার, বিজেপি তথা সংঘ পরিবার উজ্জীবিত হওয়ার কথা। মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কর্মকর্তারা অবশ্য এটাকে নিছক এক বিচারপতির পর্যবেক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের। শুনানির সময় শনিবার বিচারপতি রোহিংটন নরিম্যান বলেন, ‘তিন তালাকের আইনী অনুমতি থাকলেও এটি বিবাহ বিচ্ছেদের সবচেয়ে খারাপ প্রথা। এমনটা কখনও কাম্য হতে পারে না।’ তিন তালাক নিয়ে শুনানিতে এ্যামিকাস কিউরি হিসেবে বিচারপতিদের সাহায্য করছেন সালমান খুরশিদ। শনিবার তিনি মুসলিমদের নিকাহ হালালা ও নিকাহনামার বিষয়টি ব্যাখ্যা করেন। রহস্যময় দৈত্যাকার প্রাণী ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের সেরাম আইল্যান্ডের উপকূলে রহস্যময় বিশাল আকৃতির একটি প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দা আসরুল তুয়ানাকোতা মঙ্গলবার রাতে দ্বীপের উত্তর অংশে এটি দেখতে পান। এটি দৈর্ঘ্যে ১৫ মিটার এবং প্রস্থে কয়েক মিটার। এটি দেখা যাওয়ার অন্তত তিন দিন আগে এর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। -ডেইলি মেইল টয়লেট চুরি সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের বেলা বাই প্যাটেল (৭০) ও তার মেয়ে চান্দা (৪৫) টয়লেট চুরির অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন। কিন্তু কাগজ-কলমে তাদের বাড়িতে টয়লেটের অস্তিত্ব থাকলেও বাস্তবে নেই। অথচ তারা গত সপ্তাহে জানতে পারেন, ‘শৌচ ভারত অভিযান’র অংশ হিসেবে তাদের বাড়িতে টয়লেট নির্মাণ করা হয়ে গেছে। এ অবস্থায় প্রতিকারের উপায় চেয়ে দুই নারী থানায় টয়লেট চুরির অভিযোগ দায়ের করেন। ২০১৫-১৬ সালে গ্রাম পঞ্চায়েতের কাছে দুটি টয়লেট নির্মাণের আবেদন করেছিলেন তারা। এরপর তাদের আবেদন কর্তৃপক্ষের অনুমোদনও পায়। -ইয়াহু নিউজ
×